নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার চর চর্মদুহায় জমি নিয়ে বিরোধে দু’জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। এ সময় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, ফোরা মিয়া ও শাকিলের বাবা দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে এক হাজার ৭০০ টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা সালিশ হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। শনিবার পুনরায় রিপন, শিপনরা জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগমকে কুপিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, আমরা হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।
নরসিংদী জেলা প্রতিনিধি 










