নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ শুরু হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। চলবে বেলা ১২টা পর্যন্ত।
এর আগে পুলিশের মৌখিক অনুমতি পেয়ে সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হলে পর দিন মির্জা ফখরুল গ্রেপ্তার হন। তার পর প্রকাশ্যে কোনো সমাবেশে প্রথম বক্তব্য দেবেন তিনি।
নিজস্ব প্রতিবেদক 
























