Dhaka রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন তারেক রহমান, সেখান থেকে ফিরবেন দেশে

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘ সময় দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে নতুন তথ্য অনুযায়ী, তিনি নভেম্বরের ২০-২১ তারিখের দিকে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরা পালন করবেন। ওমরা শেষ করে তিনি লন্ডনে ফিরে আসবেন এবং সেখান থেকে দেশে ফেরার প্রস্তুতি নেবেন। দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে নভেম্বরের শেষ দিক বা ডিসেম্বরের শুরু ধরা হচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারেক রহমান ওমরাহ শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে, এখনো নিদিষ্ট দিন চূড়ান্ত হয়নি।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে জানিয়ে এই নেতা বলেন, এই কমিটি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন।

দেশে ফেরার পর তারেক রহমান রাজধানীর গুলশান-২ অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। বিএনপি ওই বাড়ির সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ওই বাড়ি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ করা হয়েছিল। এবার তারেক রহমান ঐ ঐতিহাসিক ঠিকানায় বসবাসের প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম জানিয়েছেন, গুলশানের ওই বাসায় পূর্ণাঙ্গ সংস্কার চলছে। বিদেশ থেকে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম আনা হচ্ছে এবং জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি শিগগিরই পৌঁছাবে। এর আগে দু’টি বুলেটপ্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। গাড়ির অনুমতি পাওয়া গেছে, তবে অস্ত্রের লাইসেন্স এখনও হাতে আসেনি।

তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। ২০০৮ সালে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর থেকে তিনি সেখানে বসবাস করছেন।

এর আগে, বিএনপি নেতারা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে আমরা ২৩ নভেম্বর ধরে প্রস্তুতি নিচ্ছি। সরকারের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ও অন্যান্য বিষয় সাজানো হচ্ছে। তবে নির্দিষ্ট সময় পরিবর্তিত হতে পারে।

প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে : আমীর খসরু

নভেম্বরে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন তারেক রহমান, সেখান থেকে ফিরবেন দেশে

প্রকাশের সময় : ১২:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘ সময় দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে নতুন তথ্য অনুযায়ী, তিনি নভেম্বরের ২০-২১ তারিখের দিকে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরা পালন করবেন। ওমরা শেষ করে তিনি লন্ডনে ফিরে আসবেন এবং সেখান থেকে দেশে ফেরার প্রস্তুতি নেবেন। দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে নভেম্বরের শেষ দিক বা ডিসেম্বরের শুরু ধরা হচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারেক রহমান ওমরাহ শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে, এখনো নিদিষ্ট দিন চূড়ান্ত হয়নি।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে জানিয়ে এই নেতা বলেন, এই কমিটি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন।

দেশে ফেরার পর তারেক রহমান রাজধানীর গুলশান-২ অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। বিএনপি ওই বাড়ির সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ওই বাড়ি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ করা হয়েছিল। এবার তারেক রহমান ঐ ঐতিহাসিক ঠিকানায় বসবাসের প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম জানিয়েছেন, গুলশানের ওই বাসায় পূর্ণাঙ্গ সংস্কার চলছে। বিদেশ থেকে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম আনা হচ্ছে এবং জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি শিগগিরই পৌঁছাবে। এর আগে দু’টি বুলেটপ্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। গাড়ির অনুমতি পাওয়া গেছে, তবে অস্ত্রের লাইসেন্স এখনও হাতে আসেনি।

তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। ২০০৮ সালে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর থেকে তিনি সেখানে বসবাস করছেন।

এর আগে, বিএনপি নেতারা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে আমরা ২৩ নভেম্বর ধরে প্রস্তুতি নিচ্ছি। সরকারের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ও অন্যান্য বিষয় সাজানো হচ্ছে। তবে নির্দিষ্ট সময় পরিবর্তিত হতে পারে।

প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।