Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল বাসসহ ১১ যান

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসসহ ১১টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে সকাল ৬টার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এরপর পুরো পাম্পে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পাম্পে গ্যাস নিতে আসা ১০ সিএনজিচালিত অটোরিকশা ও বাস ভস্মীভূত হয়। আর সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

শোয়েব আহমদ নামে আউশকান্দি সিএনজি পাম্পের দায়িত্বে থাকা একজন জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সময় আগুন ধরে যায়। এসময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন। আর চারজন সিএনজিচালক আহত হন। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

এ ঘটনায় অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১০ সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো স্টেশন পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল বাসসহ ১১ যান

প্রকাশের সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসসহ ১১টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে সকাল ৬টার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এরপর পুরো পাম্পে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পাম্পে গ্যাস নিতে আসা ১০ সিএনজিচালিত অটোরিকশা ও বাস ভস্মীভূত হয়। আর সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

শোয়েব আহমদ নামে আউশকান্দি সিএনজি পাম্পের দায়িত্বে থাকা একজন জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সময় আগুন ধরে যায়। এসময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন। আর চারজন সিএনজিচালক আহত হন। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

এ ঘটনায় অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১০ সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো স্টেশন পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।