তিস্তাসহ অভিন্ন আন্তঃসীমান্ত নদীর পানি বন্টনে ভারতের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমস্যা সমাধানে কিছু চ্যালেঞ্জ থাকলেও, পারস্পরিক সহযোগিতায় সমাধান করা যাবে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাতকারে শেখ হাসিনা জানান। চারদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর সামনে রেখে ঢাকায় এএনআইয়ের সাথে সাক্ষাতকারে তিনি আরও জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত মূখ্য ভূমিকা রাখতে পারে।
প্রায় তিন বছর পর ভারতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ভারতের রাষ্ট্রপতি ধ্র“পদী মুর্মু’র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাত করবেন শেখ হাসিনা। তাঁর এই সফরে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত সফর সামনে রেখে দেশটির সংবাদ সংস্থা এএনআই’র স্মিতা প্রকাশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতকার দেন। দীর্ঘ এই সাক্ষাতকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতের সাথে তিস্তাসহ অভিন্ন নদী গুলোর পানি বন্টনের বিষয়েও কথা বলেন। তিনি জানান, ভারতের সহযোগিতা ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব না।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাদের মিয়ানমারে ফেরত পাঠানো সব পক্ষের জন্য মঙ্গলজনক। এ ব্যাপারে ভারত সহযোগিতা করতে পারে বলেও জানান তিনি।
শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকট বাংলাদেশে হওয়ার কোন আশংকা নেই বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।