খুলনা জেলা প্রতিনিধি :
খুলনার কয়রা নদীর চর থেকে বাঁশের খুঁটির সঙ্গে শিকলে তালাবদ্ধ অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি বাঁশের খুঁটির সঙ্গে মরদেহের গলা শিকল দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চাঁদ আলী ব্রিজসংলগ্ন ইসলামপুর গ্রামের কয়রা নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি কয়রার আমাদী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, আজ সকালে গ্রামের কয়েকজন ঘটনাস্থলে বাঁশের খুঁটির সঙ্গে গলায় শিকল প্যাঁচানো অবস্থায় বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আবদুল মজিদের ছেলে সাইদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা থেকে বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ সকাল সাতটার দিকে তাঁর লাশ কয়রা নদীর চরে লোহার শিকলে আটকে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আমাদের জানান।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম জানান, লাশ কাত হয়ে কাদায় পড়ে ছিল এবং গলায় লোহার শিকলের সঙ্গে একটি তালা লাগানো ছিল। আবদুল মজিদ দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকায় ঘুরে বেড়াতেন। কয়রার চাঁদ আলী সেতুর আশপাশে প্রায়ই তাঁকে দেখা যেত।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম এমদাদুল হক বলেন, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।