Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সিনেমায় যুক্ত হলেন মিথিলা!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

গেলো মাসের শেষাংশে হঠাত ছড়িয়ে পড়ে রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন। কলকাতার গণমাধ্যম থেকেই বিস্ফোরিত হয় ইঙ্গিতপূর্ণ খবরটি। এমনকি দুই মাসের মধ্যে কাগজ-কলমে সৃজিত মুখার্জির সঙ্গে তার দাম্পত্যের পাঠ চুকে যাবে বলেও শোনা যায়। তবে সেই গুঞ্জনে পাত্তা দেননি মিথিলা। বরং নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন বলে জানান।

মাস খানেক পর মিথিলার কথারই প্রমাণ মিলল। কলকাতা থেকে ভেসে এলো তার নতুন খবর। হ্যাঁ, টলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নাম ‘ও অভাগী’। পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী।

নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। তবে সময়ের সঙ্গে তাল মেলাতে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা অনির্বাণ। ছবির মুখ্য ভূমিকায় থাকছেন ঢাকার মিথিলা। এছাড়াও দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।

ছবিটি প্রসঙ্গে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমকে অনির্বাণ বলেছিলেন, ছোটবেলা থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেকোনো লেখা পড়েই মনে হতো যেন সিনেমা দেখছি। বড় হয়ে মনে হলো সিনেমা বানানো উচিৎ। মাত্র একটা লাইনেই অনেকগুলি অনেকগুলি দৃশ্যের কন্টেন্ট পাওয়া যায় তার লেখায়। ‘ও অভাগী’ হলো ‘অভাগীর স্বর্গ’ গল্পটির অ্যাডাপ্টেশন।

তিনি আরও বলেছিলেন, ষাট- সত্তর দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে এই ছবিতে। যদিও মূল গল্পের প্রেক্ষাপট ছিল আরও প্রাচীন। কেন্দ্রীয় চরিত্র হিসাবে বেশকিছু নতুন চরিত্র যোগ হয়েছে চিত্রনাট্যে। মূল গল্পকে বিকৃত না করে নতুন ও ইউনিক কিছু তৈরি করাই ছিল আসল চ্যালেঞ্জ।

mithila 1

তিনি জানান, ‘ও অভাগী’তে মিথিলা দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক।

ইতোমধ্যে মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ণ রূপে দেখা গেছে। ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলার সংক্ষিপ্ত মন্তব্য, ‘গল্পটা আমার পছন্দের। আর এটার এডাপটেশনও দারুণ লেগেছে। তাই রাজি হয়েছি।’

স্বভূমি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং। এতে গান করবেন কলকাতার লগ্নজিতা, রূপঙ্কর বাগচী, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অনিমেষ রায়।

এ ছবিতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন আরজে সায়ন, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, আরজে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সৌরভ হালদার, ইশান মজুমদার সহ অন্যান্যরা। পরিচালনার পাশাপাশি, ছবির ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনির্বাণ নিজেই।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক, তিন উপজেলার যাত্রীদের দুর্ভোগ

নতুন সিনেমায় যুক্ত হলেন মিথিলা!

প্রকাশের সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

বিনোদন ডেস্ক :

গেলো মাসের শেষাংশে হঠাত ছড়িয়ে পড়ে রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন। কলকাতার গণমাধ্যম থেকেই বিস্ফোরিত হয় ইঙ্গিতপূর্ণ খবরটি। এমনকি দুই মাসের মধ্যে কাগজ-কলমে সৃজিত মুখার্জির সঙ্গে তার দাম্পত্যের পাঠ চুকে যাবে বলেও শোনা যায়। তবে সেই গুঞ্জনে পাত্তা দেননি মিথিলা। বরং নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন বলে জানান।

মাস খানেক পর মিথিলার কথারই প্রমাণ মিলল। কলকাতা থেকে ভেসে এলো তার নতুন খবর। হ্যাঁ, টলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নাম ‘ও অভাগী’। পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী।

নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। তবে সময়ের সঙ্গে তাল মেলাতে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা অনির্বাণ। ছবির মুখ্য ভূমিকায় থাকছেন ঢাকার মিথিলা। এছাড়াও দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।

ছবিটি প্রসঙ্গে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমকে অনির্বাণ বলেছিলেন, ছোটবেলা থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেকোনো লেখা পড়েই মনে হতো যেন সিনেমা দেখছি। বড় হয়ে মনে হলো সিনেমা বানানো উচিৎ। মাত্র একটা লাইনেই অনেকগুলি অনেকগুলি দৃশ্যের কন্টেন্ট পাওয়া যায় তার লেখায়। ‘ও অভাগী’ হলো ‘অভাগীর স্বর্গ’ গল্পটির অ্যাডাপ্টেশন।

তিনি আরও বলেছিলেন, ষাট- সত্তর দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে এই ছবিতে। যদিও মূল গল্পের প্রেক্ষাপট ছিল আরও প্রাচীন। কেন্দ্রীয় চরিত্র হিসাবে বেশকিছু নতুন চরিত্র যোগ হয়েছে চিত্রনাট্যে। মূল গল্পকে বিকৃত না করে নতুন ও ইউনিক কিছু তৈরি করাই ছিল আসল চ্যালেঞ্জ।

mithila 1

তিনি জানান, ‘ও অভাগী’তে মিথিলা দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক।

ইতোমধ্যে মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ণ রূপে দেখা গেছে। ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলার সংক্ষিপ্ত মন্তব্য, ‘গল্পটা আমার পছন্দের। আর এটার এডাপটেশনও দারুণ লেগেছে। তাই রাজি হয়েছি।’

স্বভূমি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং। এতে গান করবেন কলকাতার লগ্নজিতা, রূপঙ্কর বাগচী, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অনিমেষ রায়।

এ ছবিতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন আরজে সায়ন, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, আরজে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সৌরভ হালদার, ইশান মজুমদার সহ অন্যান্যরা। পরিচালনার পাশাপাশি, ছবির ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনির্বাণ নিজেই।