বিনোদন ডেস্ক :
২০২১ সালে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয় প্রার্থনা ফারদিন দীঘির। প্রথম সিনেমায় দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন শিশুশিল্পী হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি। এরপর মিউজিক ভিডিও, স্টেজ পারফরম্যান্স ও ওটিটিতে দেখা গেলেও নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তাঁর। সিনেমায় আবার সরব হচ্ছেন দীঘি। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কামরুল হাসান ফুয়াদের ‘দেয়াল’ সিনেমায়। এ সিনেমায় দীঘির বিপরীতে কে থাকছেন তা জানা না গেলেও রয়েছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী।
নায়িকা হিসেবে শুরুটা সন্তোষজনক হয়নি। তাই কিছুটা সময় নিয়ে, নিজেকে প্রস্তুত করে, ভেবেচিন্তে আগাচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করছেন গল্পনির্ভর প্রজেক্টে। এর মধ্যে একটি সিনেমার কাজ শেষ করলেন সম্প্রতি। যেটার নাম ‘জীবন জুয়া’।
এটি মূলত অ্যান্থলজি ফিল্ম। অর্থাৎ একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা। ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। এর মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। সেখানেই কাজ করেছেন দীঘি। তার সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ওশিন।
নির্মাতা বলেন, এই গল্পে আমাদের জীবনে বিভিন্ন সময়ের প্রেম এবং ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যাবে। প্রধান চরিত্র দুটিকে বিভিন্ন মুহূর্তের গল্পে বাঁধা হয়েছে। দীঘি ও দ্বীপসহ পুরো টিম দারুণ কাজ করেছেন। তাই ভালো কিছুর প্রত্যাশাই করছি।
তিনি আরো বলেন, একজন স্বনির্ভর নারীর চরিত্রে দেখা যাবে দীঘিকে। যে নারী একাই তার পরিবারকে টেনে নিয়ে যায়। সেই জার্নিটাই ফুটে উঠবে সিনেমায়। প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। তাই শক্তিশালী অভিনেতাদের নেওয়ার চেষ্টা করেছি। কাস্টিং ও গানে আরও চমক আছে। ধাপে ধাপে তা জানানো হবে।
কিঙ্কর আহসানের লেখা তিনটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন জুয়া’। প্রযোজনায় অ্যানিমেশন মনস্টার স্টুডিও। পোস্ট প্রডাকশনের কাজ শেষে আগামী দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা চলছে।
আগামী ১ অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে সিনেমার শুটিং। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। একটানা শুটিং শেষ করে চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা। মীর শহীদ ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে দেয়াল সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন রাজিবুল ইসলাম রাজিব।
এদিকে সম্প্রতি আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন দীঘি। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ছবিটির নাম ‘দেয়াল’। এতে মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, ও সালাহউদ্দিন লাভলুর মতো তারকার সঙ্গে দেখা যাবে দীঘিকে।