Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সময়সূচিতে সরকারি অফিস শুরু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ১৮৮ জন দেখেছেন

বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি আজ থেকে কার্যকর হয়েছে। এখন থেকে সকাল ৮টায় শুরু হবে কার্যক্রম, চলবে বিকাল ৩ টা পর্যন্ত। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়। নতুন সময়সূচি কার্যকর হওয়ার প্রথম দিনে ভোর থেকে রাজধানীর সড়কগুলোতে অন্য দিনের তুলনায় বেশি ভিড় দেখা গেছে। যানবাহনগুলোয় ছিলো অফিসগামী মানুষের চাপ। তবে বাসের সংখ্যা তুলনামূলক কম ছিলো এদিন। এদিকে, আজ থেকে ব্যাংকগুলো ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু রাখা হবে। তবে লেনদেন চলবে ৩টা পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগে, সোমবার (২২শে আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া পর জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে উলে­খ করা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বুধবার (২৪শে আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সোমবার (২২শে আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জ্বালানি সাশ্রয়ে আগামী ২৪শে আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিুুকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান

নতুন সময়সূচিতে সরকারি অফিস শুরু

প্রকাশের সময় : ০১:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি আজ থেকে কার্যকর হয়েছে। এখন থেকে সকাল ৮টায় শুরু হবে কার্যক্রম, চলবে বিকাল ৩ টা পর্যন্ত। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়। নতুন সময়সূচি কার্যকর হওয়ার প্রথম দিনে ভোর থেকে রাজধানীর সড়কগুলোতে অন্য দিনের তুলনায় বেশি ভিড় দেখা গেছে। যানবাহনগুলোয় ছিলো অফিসগামী মানুষের চাপ। তবে বাসের সংখ্যা তুলনামূলক কম ছিলো এদিন। এদিকে, আজ থেকে ব্যাংকগুলো ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু রাখা হবে। তবে লেনদেন চলবে ৩টা পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগে, সোমবার (২২শে আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া পর জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে উলে­খ করা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বুধবার (২৪শে আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সোমবার (২২শে আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জ্বালানি সাশ্রয়ে আগামী ২৪শে আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিুুকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।