Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রূপে আসছেন নোরা ফাতেহি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ভারতের অন্যতম আলোচিত তারকাদের মধ্যে একজন নোরা ফাতেহি। পড়াশোনা শেষ না করে নিজের ক্যারিয়ার তৈরি করতে ভারত চলে যান নোরা। নাচে দক্ষতার জন্য ফিল্মজগতে কাজ পান। হিন্দি সিনেমায় ‘আইটেম সং’-এর প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ হন নোরা। দুর্দান্ত বেলি ড্যান্সের মাধ্যমে অল্প সময়ে খ্যাতি, যশ সবই পেয়েছেন।

কয়েক মিনিটের নাচের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন এই তারকা। ছবিতে অভিনয় চলছিলই, তবে বরাবরই নাচেই বিশেষ জোর দেন নোরা। ফলও পেয়েছেন হাতেনাতে। এবার অভিনেত্রী, নৃত্যশিল্পীর বাইরে নতুন এক পরিচয় সংযোজিত হল তার নামের পাশে। বলা ভালো, তার সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। প্রযোজক হিসেবে অভিষেক হলো তার। পাশপাশি গায়িকা নোরার প্রথম ভিডিও এল প্রকাশ্যে।

এর আগে গুরু রণধাওয়া, হার্ডি সন্ধু ও রাফতারের মতো গায়কের সঙ্গে মিউজিক ভিডিওর কাজ করেছেন নোরা। শুধু বলিউডের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন তিনি। জ্যাক নাইট ও রেভ্যানিরর মিউজিক ভিডিওর নাচের দৃশ্যে তাকে দেখা গেছে। তবে এবার তার নিজের গাওয়া গানের ভিডিও এসেছে প্রকাশ্যে, নাম ‘সেক্সি ইন মাই ড্রেস’। গানটি লিখেছেন সেরবান ক্যাজান, ও মরগান কনি স্মিথ। সংগীত প্রযোজনা করেছেন সেরবান ক্যাজান।

একেবারে আন্তর্জাতিক মানের একটি কাজ। গানের প্রযোজক গায়িকা নিজেই। পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মরোক্কান পরিচালক। নৃত্যগুরু যদিও ভারতীয়।

নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই গান। যদিও এর আগে বিশ্বকাপে মঞ্চে ‘লাইট দ্য স্কাই’ গানে গলা মেলাতে শোনা যায় তাকে। তবে এবার একটা মিউজিক ভিডিও বের করলেন তিনি।

ভিডিওতে কখনও লাল টপসে, কখনও কালো পোশাকে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। সঙ্গে আছেন আরও কয়েকজন নৃত্যশিল্পী।

গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, গায়িকা হিসেবে নিজের প্রথম একক গান দিয়ে ক্যারিয়ারের নতুন বছরে প্রবেশ করা সত্যিই আনন্দের ব্যাপার। এটা সত্যিকার অর্থেই একটি আন্তর্জাতিক গান, যেখানে আমার নারীত্বের শক্তি ফুটে উঠেছে। এই গানের শুটিং করা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমার টিমের সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। আমরা গানটিতে ল্যাটিন পপের ছোঁয়া রেখেছি আর নৃত্যশিল্পীরা চমৎকার পারফর্ম করেছে।

‘সেক্সি ইন মাই ড্রেস’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মরোক্কান নির্মাতা আব্দাররাফিয়া আল আব্দিউই। গানের কোরিওগ্রাফি করেছেন রজিত দেব। প্রকাশের পর ১৯ ঘণ্টায় গানটির ভিউ হয়েছে ৩ লাখ ৬৫ হজার।

নোরার এই পদক্ষেপের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার। প্রাক্তন বিশ্বসুন্দরী হলিউডের প্রথম পা রাখেন মিউজিক ভিডিওর মাধ্যমে। তাহলে কি তারও পাখির চোখ হলিউড? সময়ই জানিয়ে দেবে উত্তর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক, তিন উপজেলার যাত্রীদের দুর্ভোগ

নতুন রূপে আসছেন নোরা ফাতেহি

প্রকাশের সময় : ০২:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

ভারতের অন্যতম আলোচিত তারকাদের মধ্যে একজন নোরা ফাতেহি। পড়াশোনা শেষ না করে নিজের ক্যারিয়ার তৈরি করতে ভারত চলে যান নোরা। নাচে দক্ষতার জন্য ফিল্মজগতে কাজ পান। হিন্দি সিনেমায় ‘আইটেম সং’-এর প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ হন নোরা। দুর্দান্ত বেলি ড্যান্সের মাধ্যমে অল্প সময়ে খ্যাতি, যশ সবই পেয়েছেন।

কয়েক মিনিটের নাচের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন এই তারকা। ছবিতে অভিনয় চলছিলই, তবে বরাবরই নাচেই বিশেষ জোর দেন নোরা। ফলও পেয়েছেন হাতেনাতে। এবার অভিনেত্রী, নৃত্যশিল্পীর বাইরে নতুন এক পরিচয় সংযোজিত হল তার নামের পাশে। বলা ভালো, তার সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। প্রযোজক হিসেবে অভিষেক হলো তার। পাশপাশি গায়িকা নোরার প্রথম ভিডিও এল প্রকাশ্যে।

এর আগে গুরু রণধাওয়া, হার্ডি সন্ধু ও রাফতারের মতো গায়কের সঙ্গে মিউজিক ভিডিওর কাজ করেছেন নোরা। শুধু বলিউডের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন তিনি। জ্যাক নাইট ও রেভ্যানিরর মিউজিক ভিডিওর নাচের দৃশ্যে তাকে দেখা গেছে। তবে এবার তার নিজের গাওয়া গানের ভিডিও এসেছে প্রকাশ্যে, নাম ‘সেক্সি ইন মাই ড্রেস’। গানটি লিখেছেন সেরবান ক্যাজান, ও মরগান কনি স্মিথ। সংগীত প্রযোজনা করেছেন সেরবান ক্যাজান।

একেবারে আন্তর্জাতিক মানের একটি কাজ। গানের প্রযোজক গায়িকা নিজেই। পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মরোক্কান পরিচালক। নৃত্যগুরু যদিও ভারতীয়।

নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই গান। যদিও এর আগে বিশ্বকাপে মঞ্চে ‘লাইট দ্য স্কাই’ গানে গলা মেলাতে শোনা যায় তাকে। তবে এবার একটা মিউজিক ভিডিও বের করলেন তিনি।

ভিডিওতে কখনও লাল টপসে, কখনও কালো পোশাকে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। সঙ্গে আছেন আরও কয়েকজন নৃত্যশিল্পী।

গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, গায়িকা হিসেবে নিজের প্রথম একক গান দিয়ে ক্যারিয়ারের নতুন বছরে প্রবেশ করা সত্যিই আনন্দের ব্যাপার। এটা সত্যিকার অর্থেই একটি আন্তর্জাতিক গান, যেখানে আমার নারীত্বের শক্তি ফুটে উঠেছে। এই গানের শুটিং করা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমার টিমের সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। আমরা গানটিতে ল্যাটিন পপের ছোঁয়া রেখেছি আর নৃত্যশিল্পীরা চমৎকার পারফর্ম করেছে।

‘সেক্সি ইন মাই ড্রেস’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মরোক্কান নির্মাতা আব্দাররাফিয়া আল আব্দিউই। গানের কোরিওগ্রাফি করেছেন রজিত দেব। প্রকাশের পর ১৯ ঘণ্টায় গানটির ভিউ হয়েছে ৩ লাখ ৬৫ হজার।

নোরার এই পদক্ষেপের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার। প্রাক্তন বিশ্বসুন্দরী হলিউডের প্রথম পা রাখেন মিউজিক ভিডিওর মাধ্যমে। তাহলে কি তারও পাখির চোখ হলিউড? সময়ই জানিয়ে দেবে উত্তর।