Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরে মুখ লুকিয়ে প্রেমিকাকে নিয়ে মুম্বাই ছাড়লেন সাইফপুত্র

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বছরের শেষে বহু বলিউড জুটি মুম্বাই ছেড়ে উড়ে গেলেন ছুটি কাটাতে। তার মধ্যে সাইফ আলি খান-করিনা কপূর খান, রণবীর কপূর-আলিয়া ভাট্ট, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্র-কিয়ারা আদভানী রয়েছেন অনেকেই। সেই দীর্ঘ তালিকায় যোগ হয়েছে সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং তার চর্চিত প্রেমিকা শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির নাম। নতুন বছরে মধ্যরাতে প্রেমিকাকে নিয়ে মুখ লুকিয়ে মুম্বাই ছাড়েন তারা।

দু’জনের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০২২ সাল থেকে। কিন্তু সম্পর্ক নিয়ে লুকোচুরি এখনও কাটেনি। তাই বিমানবন্দরে দু’জনেই ঢুকলেন মুখ লুকিয়ে।

বছর শেষের রাতটা এক সঙ্গেই কাটিয়েছেন তারা। আর তার প্রমাণ ভাইরাল হওয়া ভিডিও। ভিডিওতে দেখা গেছে, গাড়ির ভিতরে বসে রয়েছেন ইব্রাহিম ও পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম ও পলক।

সালমান খানের হাত ধরে সদ্য বলিউডে পা দিয়েছেন পলক। অন্যদিকে, ইব্রাহিম অভিনয়ের জন্য একেবারে তৈরি। তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন। কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়।

যেখানে দেখা গেছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ইব্রাহিম।পলকের সঙ্গে সাইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল!

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত ৮ সেনাসদস্য

নতুন বছরে মুখ লুকিয়ে প্রেমিকাকে নিয়ে মুম্বাই ছাড়লেন সাইফপুত্র

প্রকাশের সময় : ০১:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

বছরের শেষে বহু বলিউড জুটি মুম্বাই ছেড়ে উড়ে গেলেন ছুটি কাটাতে। তার মধ্যে সাইফ আলি খান-করিনা কপূর খান, রণবীর কপূর-আলিয়া ভাট্ট, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্র-কিয়ারা আদভানী রয়েছেন অনেকেই। সেই দীর্ঘ তালিকায় যোগ হয়েছে সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং তার চর্চিত প্রেমিকা শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির নাম। নতুন বছরে মধ্যরাতে প্রেমিকাকে নিয়ে মুখ লুকিয়ে মুম্বাই ছাড়েন তারা।

দু’জনের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০২২ সাল থেকে। কিন্তু সম্পর্ক নিয়ে লুকোচুরি এখনও কাটেনি। তাই বিমানবন্দরে দু’জনেই ঢুকলেন মুখ লুকিয়ে।

বছর শেষের রাতটা এক সঙ্গেই কাটিয়েছেন তারা। আর তার প্রমাণ ভাইরাল হওয়া ভিডিও। ভিডিওতে দেখা গেছে, গাড়ির ভিতরে বসে রয়েছেন ইব্রাহিম ও পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম ও পলক।

সালমান খানের হাত ধরে সদ্য বলিউডে পা দিয়েছেন পলক। অন্যদিকে, ইব্রাহিম অভিনয়ের জন্য একেবারে তৈরি। তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন। কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়।

যেখানে দেখা গেছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ইব্রাহিম।পলকের সঙ্গে সাইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল!