রংপুর জেলা প্রতিনিধি :
ডলারের দাম বাড়লে চিনির দাম বেড়ে যায় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চিনি আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। দেশীয় চিনির উৎপাদনও নেই। ভারতীয় চিনি আমদানিও বন্ধ। সে কারণে দাম বেড়েছে। তবে ডলারের কমলে আবার কমবে। এখন ডলারের দাম কিছুটা স্থিতিশীল আছে। আশা করছি, নতুন করে চিনির দাম আর বাড়বে না।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রংপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক গ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারা সবাই জানেন ডলারের ভ্যারিয়েশনে দাম বাড়ে-কমে। যেহেতু চিনি আমদানি করে আনতে হয়, ডলারের দামটা যদি একটু কমে আসে, তাহলে কমানো যায়। আবার ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে ইন্টারন্যাশনাল ভ্যালু সেটেল করতে গেলে দামটা বাড়ে।
টিপু মুনশি আরও বলেন, এই মুহূর্তে ডলারটা একটা লেভেলে আছে, হয়তো আর বাড়বে না। কিন্তু আমাদের তো চিনি হয় না সবটাই আমদানি করতে হয়। ভারত থেকেও আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির ওপর একটু প্রভাব পড়েছে, কিন্তু আমি মনে করি না যে আর বাড়বে।
রোজাকে কেন্দ্র করে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রোজাকে কেন্দ্র করে যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। টিসিবির মাধ্যমে চিনি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ বুকিং দেওয়া হয়েছে। আরও বুকিং চলছে।’
আমদানিকারকরা নতুন করে এলসি (ঋণপত্র) খুলতে পারছেন না, এ ব্যাপারে টিপু মুনশি বলেন, ‘খাদ্যপণ্যের এলসি খোলার ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
নিজের আসনে নৌকার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে টিপু মুনশি বলেন, আমার নির্বাচনি এলাকার ৯৫ শতাংশ রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হয়েছে। আশা করছি, ভোটাররা আমার কাজের মূল্যায়ন করবে। শেখ হাসিনার উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য আবারও নৌকায় ভোট দিয়ে আমাকে জয়ী করবে ভোটাররা।
টিপু মুনশির প্রধান প্রতিন্দ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল। তার সঙ্গে ভোটের লড়াইয়ের বিষয়ে মন্ত্রী বলেন, জাতীয় পার্টি ২৮৩টি আসনে প্রার্থী দিয়েছে। নির্বাচন যে অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর হবে এতেই বোঝা যায়। এখানেও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।
এ সময় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।