নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে নলদী বাজারে একটি হাড়ি তল্লাশি করে এ মাদক জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন শরীয়তপুর জেলার বকাউলকান্দি গ্রামের মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য ছিল শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে মাদক কারবারিরা লোহাগড়া উপজেলার নলদী হয়ে একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা খুলনার দিকে নিয়ে যাচ্ছে। এর ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নলদী বাজারে চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়।