Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইলের লোহাগড়া উপজেলায় নয়ন শেখ (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার অপর সঙ্গী সবুজ কাজী (৩০) নামে একজন দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন শেখ লোহাগড়া উপজেলার বয়রা বাগবাড়ি এলাকার কবিরুল শেখের ছেলে। আহত সবুজ কাজী একই এলাকার হাসান কাজীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সিজারিয়ান অপারেশনের জন্য নয়ন শেখ তার স্ত্রীকে লোহাগড়ার পৌর শহরের একটি ক্লিনিকে পাঠান। পরে গ্রাম থেকে মোটরসাইকেলে করে ক্লিনিকের উদ্দেশ্য রওনা হন নয়ন শেখ। এ সময় তার সঙ্গে ছিলেন সবুজ কাজী। লোহাগড়ার দিকে যাওয়ার পথে বয়রা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। নয়নের সঙ্গে থাকা সবুজ কাজীকেও কুপানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৩:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইলের লোহাগড়া উপজেলায় নয়ন শেখ (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার অপর সঙ্গী সবুজ কাজী (৩০) নামে একজন দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন শেখ লোহাগড়া উপজেলার বয়রা বাগবাড়ি এলাকার কবিরুল শেখের ছেলে। আহত সবুজ কাজী একই এলাকার হাসান কাজীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সিজারিয়ান অপারেশনের জন্য নয়ন শেখ তার স্ত্রীকে লোহাগড়ার পৌর শহরের একটি ক্লিনিকে পাঠান। পরে গ্রাম থেকে মোটরসাইকেলে করে ক্লিনিকের উদ্দেশ্য রওনা হন নয়ন শেখ। এ সময় তার সঙ্গে ছিলেন সবুজ কাজী। লোহাগড়ার দিকে যাওয়ার পথে বয়রা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। নয়নের সঙ্গে থাকা সবুজ কাজীকেও কুপানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।