Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো—আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (৩) একই গ্রামের রনি শেখের ছেলে রাহাত শেখ (৩)। তারা দুইজন চাচাতো ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে উপজেলার আটলিয়া গ্রামের রিয়াজ শেখের বাড়িতে শিশু রিহান শেখ ও তার চাচাতো ভাই রাহাত শেখ খেলছিল। পরে পরিবারের সদস্যদের অগোচরে তারা উঠানের পাশে থাকা পুকুরে ডুবে যায়। দুই শিশুকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে গিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাচুড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মেরিনা বেগম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খেলতে খেলতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার লিপিকা রানি বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, শিশু দুটিকে নিয়ে সকালে হাসপাতালে এসেছিল। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

নড়াইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো—আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (৩) একই গ্রামের রনি শেখের ছেলে রাহাত শেখ (৩)। তারা দুইজন চাচাতো ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে উপজেলার আটলিয়া গ্রামের রিয়াজ শেখের বাড়িতে শিশু রিহান শেখ ও তার চাচাতো ভাই রাহাত শেখ খেলছিল। পরে পরিবারের সদস্যদের অগোচরে তারা উঠানের পাশে থাকা পুকুরে ডুবে যায়। দুই শিশুকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে গিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাচুড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মেরিনা বেগম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খেলতে খেলতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার লিপিকা রানি বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, শিশু দুটিকে নিয়ে সকালে হাসপাতালে এসেছিল। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে।