নিজস্ব প্রতিবেদক :
এখন থেকে ঘোরাঘুরি হবে আরও বেশি সাশ্রয়ী ও আরামদায়ক। ভ্রমণ কিংবা জরুরি প্রয়োজনে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার টিকিট নগদের মাধ্যমে কাটলেই থাকছে ১০ শতাংশ ছাড়।
রোববার (৭ মে) এয়ার অ্যাস্ট্রা ও নগদ সূত্র এ তথ্য জানায়।
এয়ার অ্যাস্ট্রা জানায়, সম্প্রতি এয়ার অ্যাস্ট্রা এবং নগদের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। নগদের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক ও এয়ার অ্যাস্ট্রার পক্ষে হেড অব সেলস মোহাম্মদ মোজাম্মেল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ চুক্তি অনুযায়ী চলতি বছরের ৫ জুলাই পর্যন্ত এয়ার অ্যাস্ট্রার টিকিট কাউন্টার থেকে নগদের মাধ্যমে টিকিট কিনলে থাকছে বেইস ফেয়ারের ওপর ১০ শতাংশ ছাড়। তবে ঈদের সময়ে এ ছাড়ের শর্তে কিছুটা পরিবর্তন থাকবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা নগদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে বিস্তারিত জানা যাবে।
২০২২ সালের ২৪ নভেম্বর দুটি এয়ারক্রাফট দিয়ে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন চারটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
গত ১৮ জানুয়ারি আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ মডেলের আরেকটি এয়ারক্রাফট এয়ার অ্যাস্ট্রার বহরে যোগ হয়েছে। এটি এখন ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রী পরিবহন করে। শিগগির ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা।