Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : 

বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে। এই আসনের সাধারণ নির্বাচনের ফের তফসিল হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, যার প্রতীক ছিল ঈগল, সকাল ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করলে রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন বাতিল করবেন। পরবর্তীতে নির্বাচন হবে।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, বর্তমানের বৈধ প্রার্থীদের প্রার্থিতা থাকবে। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবে। এই আসনে কবে ভোট হবে তার তফসিল পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত দেবে।

অন্য এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হবে।

নওগাঁ-২ আসনে মারা যাওয়া আমিনুল হক ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম।

এর আগে ভোর সাড়ে ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫)।

গত ৩ ডিসেম্বর এক পরিপত্রে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত কোনো প্রার্থী মারা গেলে ওই আসনে ভোট স্থগিত করা হবে জানায় নির্বাচন কমিশন। সে হিসেবে এই আসনের ভোটগ্রহণ স্থগিত হবে সেটা আগেই জানা গিয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার : ইসি সচিব

নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

প্রকাশের সময় : ০৫:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে। এই আসনের সাধারণ নির্বাচনের ফের তফসিল হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, যার প্রতীক ছিল ঈগল, সকাল ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করলে রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন বাতিল করবেন। পরবর্তীতে নির্বাচন হবে।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, বর্তমানের বৈধ প্রার্থীদের প্রার্থিতা থাকবে। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবে। এই আসনে কবে ভোট হবে তার তফসিল পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত দেবে।

অন্য এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হবে।

নওগাঁ-২ আসনে মারা যাওয়া আমিনুল হক ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম।

এর আগে ভোর সাড়ে ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫)।

গত ৩ ডিসেম্বর এক পরিপত্রে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত কোনো প্রার্থী মারা গেলে ওই আসনে ভোট স্থগিত করা হবে জানায় নির্বাচন কমিশন। সে হিসেবে এই আসনের ভোটগ্রহণ স্থগিত হবে সেটা আগেই জানা গিয়েছিল।