Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় স্বেচ্ছাশ্রমে সংস্কার হল এক কিলোমিটার রাস্তা

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর রাণীনগরে স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতার আর্থিক সহায়তায় এবং গ্রামবাসীর অংশগ্রহণে এই রাস্তাটি সংস্কার করা হয়, যা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল।

রোববার (২৯ জুন) নওগাঁ-জামালগঞ্জ প্রায় ২০ কিলোমিটার সড়কের রাণীনগর উপজেলার ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কটি যাতায়াতের উপযোগী করা হয়েছে।

এ রাস্তা সংস্কারের ফলে এলাকার শত শত মানুষ উপকার পাবেন বলে আশা করা হচ্ছে।

মিরাট ইউনিয়ন পরিষদের সদস্য আজাহার আলী বলেন, নওগাঁ-জামালগঞ্জ সড়কটি ১৭ বছর ধরে সংস্কার হয়নি। গত সাত বছর ধরে রাণীনগর উপজেলার ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। কোন সংস্কার না করায় ইট উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দ হয়ে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।

তিনি বলেন, এ অবস্থায় এই সড়কে যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, রিকশাভ্যানের চালক, যাত্রী, মোটরসাইকেল আরোহী ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিল। সরকারিভাবে রাস্তা সংস্কারের জন্য বহুবার আবেদন করেও কোনো ফল পাইনি। অবশেষে রানীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার আর্থিক সহায়তা দেন এবং স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে যোগ দেন।

মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতজ উদ্দিন প্রামাণিক বলেন, এই গ্রামীণ সড়ক দিয়ে প্রতিদিন নওগাঁ থেকে রাজশাহী, বাগমারা, নাটোর, বান্দাইখারা, রাণীনগর ও আত্রাইসহ আশেপাশের হাটবাজারে রিকশাভ্যান, মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। অথচ সড়কের সংস্কার অভাবে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহানোর পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছিল। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি খোয়া, বালু ও ভাঙা ইট দিয়ে সংস্কার করা হয়েছে। এখন এলাকার শিক্ষার্থী, রিকশাভ্যান চালক, যাত্রী ও ব্যবসায়ীসহ সবধরনের মানুষ উপকার পাবেন।

রানীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও সমাজকর্মী রাসেল সরকার বলেন, উপজেলার ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি সংস্কার করার জন্য এলজিইডি অফিসে বার বার ধরনা দিয়েও কোন কাজ হয় নাই। অবশেষে স্থানীয়দের অনুরোধে আমি আর্থিক সহায়তা দেই। পরে স্থানীয় লোকজন ও রিকশাভ্যান শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি যাতায়াতের উপযোগী করা হয়েছে। এখন এলাকার মানুষ যাতায়াত দুর্ভোগ অনেকটাই রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে দৃষ্টি আর্কষণ করা হলে আগামী অর্থবছরে প্রকল্প নিয়ে সড়কটি সংস্কার করা হবে বলে নওগাঁর এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

নওগাঁয় স্বেচ্ছাশ্রমে সংস্কার হল এক কিলোমিটার রাস্তা

প্রকাশের সময় : ১২:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর রাণীনগরে স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতার আর্থিক সহায়তায় এবং গ্রামবাসীর অংশগ্রহণে এই রাস্তাটি সংস্কার করা হয়, যা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল।

রোববার (২৯ জুন) নওগাঁ-জামালগঞ্জ প্রায় ২০ কিলোমিটার সড়কের রাণীনগর উপজেলার ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কটি যাতায়াতের উপযোগী করা হয়েছে।

এ রাস্তা সংস্কারের ফলে এলাকার শত শত মানুষ উপকার পাবেন বলে আশা করা হচ্ছে।

মিরাট ইউনিয়ন পরিষদের সদস্য আজাহার আলী বলেন, নওগাঁ-জামালগঞ্জ সড়কটি ১৭ বছর ধরে সংস্কার হয়নি। গত সাত বছর ধরে রাণীনগর উপজেলার ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। কোন সংস্কার না করায় ইট উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দ হয়ে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।

তিনি বলেন, এ অবস্থায় এই সড়কে যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, রিকশাভ্যানের চালক, যাত্রী, মোটরসাইকেল আরোহী ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিল। সরকারিভাবে রাস্তা সংস্কারের জন্য বহুবার আবেদন করেও কোনো ফল পাইনি। অবশেষে রানীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার আর্থিক সহায়তা দেন এবং স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে যোগ দেন।

মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতজ উদ্দিন প্রামাণিক বলেন, এই গ্রামীণ সড়ক দিয়ে প্রতিদিন নওগাঁ থেকে রাজশাহী, বাগমারা, নাটোর, বান্দাইখারা, রাণীনগর ও আত্রাইসহ আশেপাশের হাটবাজারে রিকশাভ্যান, মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। অথচ সড়কের সংস্কার অভাবে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহানোর পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছিল। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি খোয়া, বালু ও ভাঙা ইট দিয়ে সংস্কার করা হয়েছে। এখন এলাকার শিক্ষার্থী, রিকশাভ্যান চালক, যাত্রী ও ব্যবসায়ীসহ সবধরনের মানুষ উপকার পাবেন।

রানীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও সমাজকর্মী রাসেল সরকার বলেন, উপজেলার ভক্তের মোড় থেকে মিরাট ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি সংস্কার করার জন্য এলজিইডি অফিসে বার বার ধরনা দিয়েও কোন কাজ হয় নাই। অবশেষে স্থানীয়দের অনুরোধে আমি আর্থিক সহায়তা দেই। পরে স্থানীয় লোকজন ও রিকশাভ্যান শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি যাতায়াতের উপযোগী করা হয়েছে। এখন এলাকার মানুষ যাতায়াত দুর্ভোগ অনেকটাই রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে দৃষ্টি আর্কষণ করা হলে আগামী অর্থবছরে প্রকল্প নিয়ে সড়কটি সংস্কার করা হবে বলে নওগাঁর এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান।