Dhaka বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁ জেলার পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্তের হাপানিয়া বিওপি এলাকার ২৩২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিজিবি-১৬ ( ব্যাটালিয়ন) এর পক্ষ থেকে বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নে এরই মধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।

নিহত যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কলনিপাড়া গ্রামের সিদ্দিক দালালের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে আল আমিন সঙ্গীদের নিয়ে উপজেলার হাপানিয়া বিওপি এলাকার ২৩২ নম্বর পিলারের নীলমারী এলাকা দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করেন। এ সময় তাদের দলটি ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া টহলরত বিএসএফ সদস্যদের নজড়ে পড়লে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের ছোড়া গুলিতে ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।

এ বিষয়ে দায়িত্বপূর্ণ এলাকার সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যাম্পে দায়িত্বরত হাবিলদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পতাকা বৈঠকের জন্য আমরা এ ব্যাপারে বিএসএফ সদস্যদের চিঠি পাঠিয়েছি। পতাকা বৈঠক বসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতীয় দূতকে তলব, হাসিনার কথা বলা বন্ধ রাখার আহ্বান ঢাকার

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০২:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁ জেলার পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্তের হাপানিয়া বিওপি এলাকার ২৩২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিজিবি-১৬ ( ব্যাটালিয়ন) এর পক্ষ থেকে বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নে এরই মধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।

নিহত যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কলনিপাড়া গ্রামের সিদ্দিক দালালের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে আল আমিন সঙ্গীদের নিয়ে উপজেলার হাপানিয়া বিওপি এলাকার ২৩২ নম্বর পিলারের নীলমারী এলাকা দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করেন। এ সময় তাদের দলটি ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া টহলরত বিএসএফ সদস্যদের নজড়ে পড়লে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফের ছোড়া গুলিতে ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।

এ বিষয়ে দায়িত্বপূর্ণ এলাকার সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যাম্পে দায়িত্বরত হাবিলদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পতাকা বৈঠকের জন্য আমরা এ ব্যাপারে বিএসএফ সদস্যদের চিঠি পাঠিয়েছি। পতাকা বৈঠক বসলে প্রকৃত ঘটনা জানা যাবে।