সাভার উপজেলা প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে বলে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক মিয়া জানান।
পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, রাতে কুটিরচর এলাকায় সড়কের পাশে বাসটি পার্কিং করে রেখে বাড়ি চলে যান মালিক আবুল কালাম। কিছুক্ষণ পরেই বাসে আগুন দেখতে পান স্থানীয়রা।
পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তার আগেই স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। আগুন নিভে যাওয়ায় আমরা চলে আসি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায়, কেউ অগ্নিসংযোগ করেছে।
বাস মালিক মালিক আবুল কালামের দাবি, তার গাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে।
ধামরাই থানার এসআই পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি পার্কিং করা ছিল। এলাকাবাসীই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
প্রতিনিধির নাম 























