Dhaka বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

ধামরাই উপজেলা প্রতিনিধি : 

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে গাড়ি চালক হিনত হয়েছে। এসময় আহত হয়েছেন অপর আরেক ব্যক্তি।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত গাড়ি চালকের নাম ফারুক হোসেন (৫০) তিনি ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি রেন্ট এ কার ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে ফারুক নিজেই গাড়ি চালিয়ে গ্যাস নিতে আসেন। পরে তার মাইক্রোবাসে পেছনে থাকা সিলিন্ডারে গ্যাসের লাইনের সংযোগ দেওয়া হয়। তখন ফারুক সিলিন্ডারের সামনেই দাঁড়ানো ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হলে ফারুক আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয় : নাহিদ ইসলাম

ধামরাইয়ে গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

প্রকাশের সময় : ০৩:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ধামরাই উপজেলা প্রতিনিধি : 

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে গাড়ি চালক হিনত হয়েছে। এসময় আহত হয়েছেন অপর আরেক ব্যক্তি।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত গাড়ি চালকের নাম ফারুক হোসেন (৫০) তিনি ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি রেন্ট এ কার ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে ফারুক নিজেই গাড়ি চালিয়ে গ্যাস নিতে আসেন। পরে তার মাইক্রোবাসে পেছনে থাকা সিলিন্ডারে গ্যাসের লাইনের সংযোগ দেওয়া হয়। তখন ফারুক সিলিন্ডারের সামনেই দাঁড়ানো ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হলে ফারুক আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।