Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় লামিচানের ৮ বছরের কারাদণ্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নেপালের হয়ে বিদেশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ (আইপিএ, বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল, এলপিএল) খেলা একমাত্র ক্রিকেটার সন্দীপ লামিচানে। ক্রিকেটে নেপালকে যখন তার পথ দেখানোর কথা, তখন ধর্ষণের অভিযোগ আসে তার বিরুদ্ধে। গত বছরের ৬ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করেন ভুক্তভোগী। সেই মামলার শুনানি হয় গত ডিসেম্বরে। সেখানে দোষী সাব্যস্ত হয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা লেগ স্পিনার। এবার ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়া নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন কাঠমান্ডুর জেলা আদালত।

বুধবার (১০ জানুয়ারি) লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন লাখ নেপালি রুপি জরিমানা করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে আরও দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

কাঠমান্ডুর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস গত বছরের ২১ আগস্ট লামিচানকে আসামী করে ১৭ বছর বয়সী অপ্রাপ্তবয়ষ্ক মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। হোটেল কক্ষে তার সঙ্গে এ ঘটনা ঘটেছিল বলে অভিযোগপত্রে জানানো হয়।

দীর্ঘদিন শুনানী চলার পর গত ২৯ ডিসেম্বর আদালত লামিচানেকে দোষী সাব্যস্ত করে মামলায় রায় দেন। কাঠমান্ডুর জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আদালত তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন।’

তবে ২৩ বছর বয়সী লামিচানে এ মামলায় জামিনে আছেন। তার আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, ‘লামিচানে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।’

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলা ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটেও তার রয়েছে দারুণ সব অর্জন। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ ওয়ানডে উইকেট ও তৃতীয় দ্রুততম হিসেবে ৫০ টি-টোয়েন্টি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ধর্ষণ মামলায় লামিচানের ৮ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ১০:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

নেপালের হয়ে বিদেশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ (আইপিএ, বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল, এলপিএল) খেলা একমাত্র ক্রিকেটার সন্দীপ লামিচানে। ক্রিকেটে নেপালকে যখন তার পথ দেখানোর কথা, তখন ধর্ষণের অভিযোগ আসে তার বিরুদ্ধে। গত বছরের ৬ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করেন ভুক্তভোগী। সেই মামলার শুনানি হয় গত ডিসেম্বরে। সেখানে দোষী সাব্যস্ত হয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা লেগ স্পিনার। এবার ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়া নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন কাঠমান্ডুর জেলা আদালত।

বুধবার (১০ জানুয়ারি) লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন লাখ নেপালি রুপি জরিমানা করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে আরও দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

কাঠমান্ডুর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস গত বছরের ২১ আগস্ট লামিচানকে আসামী করে ১৭ বছর বয়সী অপ্রাপ্তবয়ষ্ক মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। হোটেল কক্ষে তার সঙ্গে এ ঘটনা ঘটেছিল বলে অভিযোগপত্রে জানানো হয়।

দীর্ঘদিন শুনানী চলার পর গত ২৯ ডিসেম্বর আদালত লামিচানেকে দোষী সাব্যস্ত করে মামলায় রায় দেন। কাঠমান্ডুর জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আদালত তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন।’

তবে ২৩ বছর বয়সী লামিচানে এ মামলায় জামিনে আছেন। তার আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, ‘লামিচানে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।’

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলা ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটেও তার রয়েছে দারুণ সব অর্জন। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ ওয়ানডে উইকেট ও তৃতীয় দ্রুততম হিসেবে ৫০ টি-টোয়েন্টি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।