স্পোর্টস ডেস্ক :
আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের ড্রাফট। এরই মধ্যে ২২ দেশের ৮৯০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন। যেখানে লঙ্কানদের বিপক্ষে চলমান সিরিজে বিশ্রামে থাকা সাকিব আল হাসানসহ রয়েছেন ১৫ ক্রিকেটার। আর নারী হানড্রের ড্রাফটে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন জাহানারা আলম।
দলগুলো উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার স্কোয়াডে ধরে রাখলেও ড্রাফট থেকে দল পাবেন ৭৫ ক্রিকেটার। যদিও বিগ ব্যাশের মতো দ্য হান্ড্রেডেও স্থানীয় ক্রিকেটারদের প্রাধান্য বেশি। প্রতিটি দল সর্বোচ্চ ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারে।
পুরুষ ক্রিকেটারদের মধ্যে আছেন সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।
তাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান। সোয়া এক লাখ পাউন্ডের গ্রেডে নেই কোনো বাংলাদেশি। এছাড়া লিটন দাস ও তামিম ইকবাল যে ক্যাটাগরিতে রয়েছেন সেখানে রিজার্ভ প্রাইস ৬০ হাজার পাউন্ড। ৫০ হাজার পাউন্ড রিজার্ভ প্রাইসের ক্যাটাগরিতে তাসকিন আহমেদের সঙ্গী আরেক পেসার শরিফুল ইসলাম। ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে কোনো বাংলাদেশি নেই।
নাসুম আহমেদ, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার আছেন নো রিজার্ভ প্রাইস ক্যাটাগরিতে।
ছেলেদের টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দল ১০ জন করে ক্রিকেটার রিটেইন করতে পারবে। নারী টুর্নামেন্টের দলগুলো ৮জন করে রিটেইন করতে পারবে। এরই মধ্যে রিটেইন তালিকা জমা দেয়ার দিনক্ষণ শেষ হয়েছে। দলগুলো ১৩৭জন ক্রিকেটার রিটেইন করেছে।
প্রতিটি দলের স্কোয়াড হতে পারবে ১৬ জনের। টুর্নামেন্টের আগে ওয়াল্ড কার্ড ড্রাফটের মাধ্যমেও ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটে থাকা ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, অলি পোপ ও জেসন রয়।
এ ছাড়া ভারতের জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষও ড্রাফটে নাম দিয়েছেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, সুজি বেটস, টিম সাউদি ও রাচিন রবীন্দ্র রয়েছেন ড্রাফটের তালিকায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন টিম ডেভিড ও ম্যাথু ওয়েড।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ে মাঠে গড়াবে হান্ড্রেডের পরের আসর। ২৩ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে ১০০ বলের এই ধুন্ধুমার ক্রিকেটযজ্ঞ।