Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্বৈত চরিত্রে রুনা খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। কিছুদিন আগেই তিনি শেষ করেছেন মাসুদ পথিকের পরিচালনায় জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে নির্মিত ‘বক’ সিনেমার কাজ। এবার তিনি অভিনয় করলেন শাহরিয়ার নাজিম জয়ের ‘শোধ’ ওয়েব ফিল্মে। ইতিমধ্যেই শেষ হয়েছে এর শুটিং। আর এই সিনেমায় তিনি অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

রুনা খান বলেন, আমি সব সময় অভিনয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাই চ্যালেঞ্জ নিয়েই “শোধ” নামে ওয়েব ফিল্মে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। একটি গ্রামের গৃহবধূ, অন্যটি শহরের আধুনিক নারী। দুটি চরিত্রে অভিনয় করতে আমাকে বেশ শ্রম দিতে হয়েছে। কিন্তু ভীষণ ভালো লেগেছে। কাজটি আমি বেশ উপভোগ করেছি। আশা করা যায়, এই ওয়েব ফিল্মটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। কারণ, ‘শোধ”র গল্প আমাদের আশপাশের চেনাজানা; যা মানুষের মনে প্রভাব ফেলবে। যে কারণে দর্শক আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন এটি উপভোগ করার জন্য।

এদিকে, কবি জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে মাসুদ পথিকের ‘বক’ সিনেমাটি। যেখানে সুরুজ নামে এক পাখি শিকারির স্ত্রী সবিতা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’ ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘হালদা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন রুনা খান। ‘হালদা’য় জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিতও হন রুনা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

দ্বৈত চরিত্রে রুনা খান

প্রকাশের সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। কিছুদিন আগেই তিনি শেষ করেছেন মাসুদ পথিকের পরিচালনায় জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে নির্মিত ‘বক’ সিনেমার কাজ। এবার তিনি অভিনয় করলেন শাহরিয়ার নাজিম জয়ের ‘শোধ’ ওয়েব ফিল্মে। ইতিমধ্যেই শেষ হয়েছে এর শুটিং। আর এই সিনেমায় তিনি অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

রুনা খান বলেন, আমি সব সময় অভিনয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাই চ্যালেঞ্জ নিয়েই “শোধ” নামে ওয়েব ফিল্মে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। একটি গ্রামের গৃহবধূ, অন্যটি শহরের আধুনিক নারী। দুটি চরিত্রে অভিনয় করতে আমাকে বেশ শ্রম দিতে হয়েছে। কিন্তু ভীষণ ভালো লেগেছে। কাজটি আমি বেশ উপভোগ করেছি। আশা করা যায়, এই ওয়েব ফিল্মটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। কারণ, ‘শোধ”র গল্প আমাদের আশপাশের চেনাজানা; যা মানুষের মনে প্রভাব ফেলবে। যে কারণে দর্শক আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন এটি উপভোগ করার জন্য।

এদিকে, কবি জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে মাসুদ পথিকের ‘বক’ সিনেমাটি। যেখানে সুরুজ নামে এক পাখি শিকারির স্ত্রী সবিতা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’ ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘হালদা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন রুনা খান। ‘হালদা’য় জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিতও হন রুনা।