বিনোদন ডেস্ক :
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কোয়েলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। নতুন অতিথি আগমনে নিশপাল সিং ও মল্লিক পরিবারে খুশির হাওয়া বইছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক শুভেচ্ছাবার্তা লিখছেন । অভিনেত্রী মিমি চক্রবর্তী, ইশা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা জিৎ- ইনস্টাগ্রামেই তাকে অভিনন্দন জানিয়েছেন। এখন কেমন দেখতে হল কোয়েলের মেয়ে, অনুরাগীরা তা দেখার আশায় দিন গুনছেন।
এর আগে দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। তখন থেকে মল্লিক-রানে পরিবারের মধ্যে শুরু হতে থাকে অধীর অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, ঘর আলো করে কোয়েলের কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। কোয়েল ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব একটা কথা বলেন না কোয়েল। নিজের ছেলে সন্তানকে নিয়েও ছবি পোস্ট করতে দেখা যায়না তাকে। এবার মেয়ের জন্মের খবরও খুব সাদামাটাভাবেই দিলেন কোয়েল।
কোয়েলর প্রথম পুত্রসন্তানের নাম কবীর। ২০২০ সালের ৫ মে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিশপাল।
ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেছিলেন। এক ছেলের পর এবার মেয়ে হওয়ায় বেজায় খুশি নিশপাল ও কোয়েল।
কিছুদিন আগেই ‘মিতিন মাসি’ সিরিজের শ্যুটিং শেষ করেছেন কোয়েল, এছাড়া মহালয়ায় টেলিভিশনের পর্দায় তাকে দুর্গার বেশে দেখা গেছে। ছেলে কবীরের জন্মের পর কাজে ফিরেছিলেন তিনি। এবার মেয়ের জন্মের পর কতদিনের মাথায় নতুন কাজ নিয়ে পর্দায় ফেরেন কোয়েল সেই অপেক্ষায় তার অনুরাগীরা।