Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় ম্যাচেও ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ২২৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভুটানে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচ বাংলাদেশের জন্য এক অর্থে ছিল পরীক্ষা-নিরীক্ষার। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে স্কোয়াডের সব খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চেয়েছেন সাবিনা খাতুনদের নতুন কোচ পিটার বাটলার। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ছিল সেই নিরীক্ষা। তাতে শঙ্কাও জেগেছিল হারার। কিন্তু জোড়া গোলে পিছিয়ে পড়ার পরও ভুটানে আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখলেন সাবিনারা। রোমাঞ্চকর জয় দিয়ে ভুটান সফর শেষ করল বাংলাদেশ নারী ফুটবল দল।

শনিবার (২৭ জুলাই) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছয় গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে। ২-২ সমতায় থাকা ম্যাচ দ্বিতীয়ার্ধের জোড়া গোলে দারুণ জয় পায় বাটলারের শিষ্যরা। ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের আগেরটিতে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছিল সফরকারী বাংলাদেশ। শেষটা জিতে সফর রাঙিয়েছেন লাল-সবুজের মেয়েরা।

এই সিরিজের আগে ভুটানের বিপক্ষে ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাবিনারা। সবগুলোই জিতেছে বাংলাদেশ। ৪ ম্যাচে বাংলাদেশ ২০ গোল দিয়েছিল।

আগের ম্যাচগুলোতে ভুটান কখনও বাংলাদেশের জালের দেখা পায়নি। সেখানে সর্বশেষ এই দুই ম্যাচে বাংলাদেশ খেয়ে বসেছে ৩ গোল। দুই ম্যাচেই ভুটান লিড নিয়েছিল।

ভুটানের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড থাকলো এই সিরিজেও। তবে এই অঞ্চলের ফুটবলে বাংলাদেশ প্রধান প্রতিপক্ষ ভারত ও নেপাল। ভুটান কখনো বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি।

এই তো ২০২২ সালে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের জালে গুনেগুনে ৮ গোল দিয়েছিল। সেই ভুটান দুই বছরে হারের ব্যবধান অনেক কমিয়ে এনেছে। এমন কি বাংলাদেশের জালে তারা গোল দিতেও শিখে গেছে।

ভুটানের বিপক্ষে সর্বশেষ আগের তিন লড়াইয়ে শতভাগ জয় ছিল বাংলাদেশের পক্ষে। সবশেষ ম্যাচটিই তো পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেসব বিবেচনা এই ম্যাচেও সহজ জয়ের আশাতেই ছিল দেশের সমর্থকেরা। কোচ বাটলারও স্কোয়াড বাজিয়ে দেখেন। আগের ম্যাচে খেলা অনেক খেলোয়াড়ই ছিলেন না এদিনকার শুরুর একাদশে। মূল একাদশের হয়ে মাঠে নামার সুযোগ পান সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া, কিসকু কোহাতি ও মোসাম্মৎ সাগরিকারা।

যারা আগের ম্যাচে বেঞ্চে থেকে মাঠে নামেন। কোচের ঘুরিয়ে ফিরিয়ে খেলার এই চেষ্টা কাজে লাগায় স্বাগতিক মেয়েরা। চাংলিমিথাংয়ে এদিন যেন অন্য এক ভুটানকেই দেখা গেলো। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দলটি। যার সুফলও পায় তারা। খেলার ২১ মিনিটের মধ্যে দুই গোলে লিড নেয় ভুটনা। এরপর সাবিনা ও সাগরিকার গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে বাংলাদেশ। সফরের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন সাগরিকা, ওই ম্যাচেও গোল পেয়েছিলেন অধিনায়ক সাবিনা। এদিন খেলার পরের অর্ধে জয়সূচক গোলসহ দুটি গোলই এসেছে ঋতুপর্ণ চাকমার পাঁ থেকে। তাতেই মেলে ৪-২ গোলের জয়। আগের ম্যাচেও গোল পেয়েছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

এর আগে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই ম্যাচের লাগাম নিয়ে নেয় ভুটান। ১৪ মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রস থেকে বল জালে জড়িয়ে ভুটানকে এগিয়ে নেন দেকি লেহাজোম। তিন মিনিট পর সমতায়ে ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু সুমাইয়া নিজে শট না নিয়ে বাড়ান পাশে থাকা সানজিদাকে; এই মিডফিল্ডারের শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।

২১ মিনিটে আরেক ধাক্কায় কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। এবার বক্সের বাম দিক থেকে লেহাজোমের নেওয়া কোনাকুনি শট রুপনা চাকমা বদলে পোস্টের নিচে দাঁড়ানো মিলি আক্তারের হাত ছুঁয়ে জালে জড়ায়।

বাংলাদেশ ম্যাচে ফেরার উপলক্ষ পায় ৩৪তম মিনিটে। সতীর্থের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন অধিনায়ক সাবিনা। ছয় মিনিট পর সমতার স্বস্তি ফেরে বাংলাদেশের তাঁবুতে। বক্সের ভেতর থেকে দারুণ চিপ শটে বল ঠিকানায় পৌঁছে দেন প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা।

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ধারাল ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে দল ছাপিয়ে এই অর্ধে সমস্ত আলোই যেন নিজের উপর কেড়ে নেন ঋতুপর্ণা চাকমা। ৬২ মিনিটে তিনি কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করলে ম্যাচে প্রথমবার এগিয়ে যাওয়ায় স্বাদ নেয় বাংলাদেশ। ৮৬ মিনিটে কর্নারের পর এই ফরোয়ার্ড আবারও জালের দেখা পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় দলের জয়।

আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠমান্ডুতে মুকুট ধরে রাখার মিশনে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলল মেয়েরা।

আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠমান্ডুতে মুকুট ধরে রাখার মিশনে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলল মেয়েরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

দ্বিতীয় ম্যাচেও ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

প্রকাশের সময় : ০৯:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ভুটানে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচ বাংলাদেশের জন্য এক অর্থে ছিল পরীক্ষা-নিরীক্ষার। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে স্কোয়াডের সব খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চেয়েছেন সাবিনা খাতুনদের নতুন কোচ পিটার বাটলার। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ছিল সেই নিরীক্ষা। তাতে শঙ্কাও জেগেছিল হারার। কিন্তু জোড়া গোলে পিছিয়ে পড়ার পরও ভুটানে আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখলেন সাবিনারা। রোমাঞ্চকর জয় দিয়ে ভুটান সফর শেষ করল বাংলাদেশ নারী ফুটবল দল।

শনিবার (২৭ জুলাই) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছয় গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে। ২-২ সমতায় থাকা ম্যাচ দ্বিতীয়ার্ধের জোড়া গোলে দারুণ জয় পায় বাটলারের শিষ্যরা। ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের আগেরটিতে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছিল সফরকারী বাংলাদেশ। শেষটা জিতে সফর রাঙিয়েছেন লাল-সবুজের মেয়েরা।

এই সিরিজের আগে ভুটানের বিপক্ষে ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাবিনারা। সবগুলোই জিতেছে বাংলাদেশ। ৪ ম্যাচে বাংলাদেশ ২০ গোল দিয়েছিল।

আগের ম্যাচগুলোতে ভুটান কখনও বাংলাদেশের জালের দেখা পায়নি। সেখানে সর্বশেষ এই দুই ম্যাচে বাংলাদেশ খেয়ে বসেছে ৩ গোল। দুই ম্যাচেই ভুটান লিড নিয়েছিল।

ভুটানের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড থাকলো এই সিরিজেও। তবে এই অঞ্চলের ফুটবলে বাংলাদেশ প্রধান প্রতিপক্ষ ভারত ও নেপাল। ভুটান কখনো বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি।

এই তো ২০২২ সালে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের জালে গুনেগুনে ৮ গোল দিয়েছিল। সেই ভুটান দুই বছরে হারের ব্যবধান অনেক কমিয়ে এনেছে। এমন কি বাংলাদেশের জালে তারা গোল দিতেও শিখে গেছে।

ভুটানের বিপক্ষে সর্বশেষ আগের তিন লড়াইয়ে শতভাগ জয় ছিল বাংলাদেশের পক্ষে। সবশেষ ম্যাচটিই তো পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেসব বিবেচনা এই ম্যাচেও সহজ জয়ের আশাতেই ছিল দেশের সমর্থকেরা। কোচ বাটলারও স্কোয়াড বাজিয়ে দেখেন। আগের ম্যাচে খেলা অনেক খেলোয়াড়ই ছিলেন না এদিনকার শুরুর একাদশে। মূল একাদশের হয়ে মাঠে নামার সুযোগ পান সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া, কিসকু কোহাতি ও মোসাম্মৎ সাগরিকারা।

যারা আগের ম্যাচে বেঞ্চে থেকে মাঠে নামেন। কোচের ঘুরিয়ে ফিরিয়ে খেলার এই চেষ্টা কাজে লাগায় স্বাগতিক মেয়েরা। চাংলিমিথাংয়ে এদিন যেন অন্য এক ভুটানকেই দেখা গেলো। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দলটি। যার সুফলও পায় তারা। খেলার ২১ মিনিটের মধ্যে দুই গোলে লিড নেয় ভুটনা। এরপর সাবিনা ও সাগরিকার গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে বাংলাদেশ। সফরের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন সাগরিকা, ওই ম্যাচেও গোল পেয়েছিলেন অধিনায়ক সাবিনা। এদিন খেলার পরের অর্ধে জয়সূচক গোলসহ দুটি গোলই এসেছে ঋতুপর্ণ চাকমার পাঁ থেকে। তাতেই মেলে ৪-২ গোলের জয়। আগের ম্যাচেও গোল পেয়েছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

এর আগে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই ম্যাচের লাগাম নিয়ে নেয় ভুটান। ১৪ মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রস থেকে বল জালে জড়িয়ে ভুটানকে এগিয়ে নেন দেকি লেহাজোম। তিন মিনিট পর সমতায়ে ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু সুমাইয়া নিজে শট না নিয়ে বাড়ান পাশে থাকা সানজিদাকে; এই মিডফিল্ডারের শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।

২১ মিনিটে আরেক ধাক্কায় কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। এবার বক্সের বাম দিক থেকে লেহাজোমের নেওয়া কোনাকুনি শট রুপনা চাকমা বদলে পোস্টের নিচে দাঁড়ানো মিলি আক্তারের হাত ছুঁয়ে জালে জড়ায়।

বাংলাদেশ ম্যাচে ফেরার উপলক্ষ পায় ৩৪তম মিনিটে। সতীর্থের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন অধিনায়ক সাবিনা। ছয় মিনিট পর সমতার স্বস্তি ফেরে বাংলাদেশের তাঁবুতে। বক্সের ভেতর থেকে দারুণ চিপ শটে বল ঠিকানায় পৌঁছে দেন প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা।

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ধারাল ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে দল ছাপিয়ে এই অর্ধে সমস্ত আলোই যেন নিজের উপর কেড়ে নেন ঋতুপর্ণা চাকমা। ৬২ মিনিটে তিনি কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করলে ম্যাচে প্রথমবার এগিয়ে যাওয়ায় স্বাদ নেয় বাংলাদেশ। ৮৬ মিনিটে কর্নারের পর এই ফরোয়ার্ড আবারও জালের দেখা পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় দলের জয়।

আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠমান্ডুতে মুকুট ধরে রাখার মিশনে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলল মেয়েরা।

আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠমান্ডুতে মুকুট ধরে রাখার মিশনে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলল মেয়েরা।