Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বার বাবা হতে চলেছেন জিৎ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

টলিউড সুপারস্টার জিৎ এর অনুরাগীরা এই মুহূর্তে ভাসছেন আনন্দে। কেননা প্রিয় তারকা দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তিনি। মেয়ে হওয়ার ১১ বছর পর দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন জিতের স্ত্রী মোহনা রতলানি। সামাজিক মাধ্যমে অভিনেতা নিজেই জানিয়েছেন এ তথ্য।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে স্ত্রীর বেবি বাম্পের একাধিক ছবি প্রকাশ করে জিৎ লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে এই খবর আপনাদের জানাচ্ছি যে আমাদের আরেক সন্তান খুব শিগগিরিই আসতে চলেছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।

নীল রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে এলো মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে খুব বেশি দিন দেরি নেই। কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের দ্বিতীয় সন্তান।

এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নায়কের মন্তব্য বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়াংকা ত্রিপেদী— কে নেই সেই তালিকায়। বড়পর্দায় প্রথমবার প্রিয়াংকার সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ। অভিনেত্রী লেখেন— দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের।

অঙ্কুশ লিখেছেন, তোমাদের শুভেচ্ছা জিৎ দা। টালিপাড়ায় একের পর এক সুখবর। কয়েক দিন আগে দাদু হয়েছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। মা-বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। ডিসেম্বরে ডেলিভারি হওয়ার কথা শুভশ্রীরও।

মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনো রকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক।

২০১১ সালে ২৪ ফেব্রুয়ারি স্কুলশিক্ষকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালে ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। তার একমাত্র মেয়ের নাম রাখেন নবন্যা। দ্বিতীয়বার বাবা হতে যাওয়ার ঘোষণা দেওয়ার সময় প্রকাশিত বিশেষ ফটোশুটে জিৎ ও তার স্ত্রীর সঙ্গে মেয়ে নবন্যাকেও দেখা গেছে।

সম্প্রতি জিৎ শেষ ‘মানুষ’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। ‘মানুষ’ প্রযোজনায় করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

ছবির প্রচারের ফাঁকে নায়ক যে এমন খবর শোনাবেন, সেটা কেউ-ই হয়তো আশা করেননি। আপাতত মদনানি পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় সবাই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

দ্বিতীয়বার বাবা হতে চলেছেন জিৎ

প্রকাশের সময় : ১১:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

টলিউড সুপারস্টার জিৎ এর অনুরাগীরা এই মুহূর্তে ভাসছেন আনন্দে। কেননা প্রিয় তারকা দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তিনি। মেয়ে হওয়ার ১১ বছর পর দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন জিতের স্ত্রী মোহনা রতলানি। সামাজিক মাধ্যমে অভিনেতা নিজেই জানিয়েছেন এ তথ্য।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে স্ত্রীর বেবি বাম্পের একাধিক ছবি প্রকাশ করে জিৎ লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে এই খবর আপনাদের জানাচ্ছি যে আমাদের আরেক সন্তান খুব শিগগিরিই আসতে চলেছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।

নীল রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে এলো মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে খুব বেশি দিন দেরি নেই। কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের দ্বিতীয় সন্তান।

এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নায়কের মন্তব্য বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়াংকা ত্রিপেদী— কে নেই সেই তালিকায়। বড়পর্দায় প্রথমবার প্রিয়াংকার সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ। অভিনেত্রী লেখেন— দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের।

অঙ্কুশ লিখেছেন, তোমাদের শুভেচ্ছা জিৎ দা। টালিপাড়ায় একের পর এক সুখবর। কয়েক দিন আগে দাদু হয়েছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। মা-বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। ডিসেম্বরে ডেলিভারি হওয়ার কথা শুভশ্রীরও।

মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনো রকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক।

২০১১ সালে ২৪ ফেব্রুয়ারি স্কুলশিক্ষকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালে ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। তার একমাত্র মেয়ের নাম রাখেন নবন্যা। দ্বিতীয়বার বাবা হতে যাওয়ার ঘোষণা দেওয়ার সময় প্রকাশিত বিশেষ ফটোশুটে জিৎ ও তার স্ত্রীর সঙ্গে মেয়ে নবন্যাকেও দেখা গেছে।

সম্প্রতি জিৎ শেষ ‘মানুষ’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। ‘মানুষ’ প্রযোজনায় করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

ছবির প্রচারের ফাঁকে নায়ক যে এমন খবর শোনাবেন, সেটা কেউ-ই হয়তো আশা করেননি। আপাতত মদনানি পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় সবাই।