Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে এখনো ঢাকামুখী মানুষের ভিড়

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

ঈদের ছুটি শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে এখনো রয়েছে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ। শনিবার (২৯ এপ্রিল) দুপুর থেকে চাপ বাড়তে থাকে। তবে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি।

সরেজমিনে দেখা যায়, অন্য দিনের তুলনায় ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস, মাহেন্দ্র, থ্রি-হুইলার, লোকাল বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল অনেক বেশি। দৌলতদিয়া বাস টার্মিনালেও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। দৌলতদিয়া লঞ্চঘাটে রয়েছে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি লঞ্চে গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে। ঘাটে পর্যাপ্ত লঞ্চ থাকায় বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে প্রস্তুত লঞ্চঘাট কর্তৃপক্ষ। অপরদিকে ফেরিঘাটেও রয়েছে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ। তবে পর্যাপ্ত ফেরি থাকায় যানবাহনগুলো সহজেই নদী পার হতে পারছে।

অপরদিকে ঈদে ছুটি না পাওয়ায় এখন রাজধানী থেকে গ্রামের বাড়িতে আসছে অনেকে। অধিকাংশ লঞ্চই পাটুরিয়া ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসছেন। পরে দৌলতদিয়া ঘাট থেকে লোকাল যানবাহনে বিভিন্ন জেলায় ফিরছেন তারা।

চালক ও যাত্রীরা জানান, ঈদ শেষে কাজে যোগ দিতে তারা ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছেন। রবিবার থেকে কাজে যোগ দিতে হবে। ঈদের ছুটি শেষ হওয়ায় তারা কাজে ফিরছেন।

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে থেমে থেমে যাত্রীদের চাপ ছিল। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চঘাটে রাজধানীগামী কর্মমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ৩২টি লঞ্চ রয়েছে। যাত্রীর চাপ বেশি থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২২টি লঞ্চ চলাচল করছে। বাকিগুলো রয়েছে আরিচা-কাজিরহাট নৌরুটে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চঘাট কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আলহাদীপুর হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে কর্মমুখী মানুষের আজ বাড়তি চাপ থাকার কারণে আমরা মহাসড়কে সর্বক্ষনিক টহলে রয়েছি। আশা করছি যাত্রীরা দুর্ভোগ ছাড়া তাদের কর্মস্থলে পৌঁছাতে পারবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ছুটি শেষ হওয়ায় কাজে ফিরছে মানুষ। আজকের পর থেকে মানুষের চাপ কমে আসবে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ২০টি ফেরির মধ্যে ১৮টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে। তবে যাত্রীরা ঘাটে কোনও ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যে যেতে পারছে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে আরও দুটি ফেরি বহরে সংযুক্ত করা হবে।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

দৌলতদিয়া ঘাটে এখনো ঢাকামুখী মানুষের ভিড়

প্রকাশের সময় : ০৮:৩৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

ঈদের ছুটি শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে এখনো রয়েছে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ। শনিবার (২৯ এপ্রিল) দুপুর থেকে চাপ বাড়তে থাকে। তবে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি।

সরেজমিনে দেখা যায়, অন্য দিনের তুলনায় ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস, মাহেন্দ্র, থ্রি-হুইলার, লোকাল বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল অনেক বেশি। দৌলতদিয়া বাস টার্মিনালেও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। দৌলতদিয়া লঞ্চঘাটে রয়েছে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি লঞ্চে গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে। ঘাটে পর্যাপ্ত লঞ্চ থাকায় বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে প্রস্তুত লঞ্চঘাট কর্তৃপক্ষ। অপরদিকে ফেরিঘাটেও রয়েছে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ। তবে পর্যাপ্ত ফেরি থাকায় যানবাহনগুলো সহজেই নদী পার হতে পারছে।

অপরদিকে ঈদে ছুটি না পাওয়ায় এখন রাজধানী থেকে গ্রামের বাড়িতে আসছে অনেকে। অধিকাংশ লঞ্চই পাটুরিয়া ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসছেন। পরে দৌলতদিয়া ঘাট থেকে লোকাল যানবাহনে বিভিন্ন জেলায় ফিরছেন তারা।

চালক ও যাত্রীরা জানান, ঈদ শেষে কাজে যোগ দিতে তারা ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছেন। রবিবার থেকে কাজে যোগ দিতে হবে। ঈদের ছুটি শেষ হওয়ায় তারা কাজে ফিরছেন।

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে থেমে থেমে যাত্রীদের চাপ ছিল। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চঘাটে রাজধানীগামী কর্মমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ৩২টি লঞ্চ রয়েছে। যাত্রীর চাপ বেশি থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২২টি লঞ্চ চলাচল করছে। বাকিগুলো রয়েছে আরিচা-কাজিরহাট নৌরুটে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চঘাট কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আলহাদীপুর হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে কর্মমুখী মানুষের আজ বাড়তি চাপ থাকার কারণে আমরা মহাসড়কে সর্বক্ষনিক টহলে রয়েছি। আশা করছি যাত্রীরা দুর্ভোগ ছাড়া তাদের কর্মস্থলে পৌঁছাতে পারবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ছুটি শেষ হওয়ায় কাজে ফিরছে মানুষ। আজকের পর থেকে মানুষের চাপ কমে আসবে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ২০টি ফেরির মধ্যে ১৮টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে। তবে যাত্রীরা ঘাটে কোনও ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যে যেতে পারছে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে আরও দুটি ফেরি বহরে সংযুক্ত করা হবে।