ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় দেড়ঘণ্টা পর ট্রেন পর ট্রেনটি শনিবার (১১ মার্চ) রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকা অতিক্রম করার সময় বিকল হয়ে যায়। এতে করে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে প্রায় দেড়ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে সোনার বাংলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বর্তমানে সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এর আগে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশন এলাকায় বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।
পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থান করা অন্য একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া সোনার বাংলা ট্রেনটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করে।