বিনোদন ডেস্ক :
দেহব্যবসার অভিযোগে বলিউড অভিনেত্রী-কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলকে গ্রেফতার করা হয়েছে। ফাঁদ পেতে ২৭ বছর বয়সী আরতিকে গ্রেফতার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তা ছাড়াও মুম্বাইয়ের গোরগাঁও থেকে দুজন মডেলকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানো হয়েছে। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতার গোপন সূত্রে জানতে পারেন আরতি দেহব্যবসার র্যাকেট পরিচালনা করেন। তারপর কাস্টমার সাজিয়ে নিজের টিমের দুজনকে পাঠান এবং আরতিকে ফোন করে দুজন মেয়ের কথা বলেন। আরতি দুজন মেয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা দেন। কিন্তু বিনিময়ে ৬০ হাজার রুপি দাবি করেন।
মনোজ সুতার বলেন, ফোনে কথা বলার পর আরতি আমাকে দুজন নারীর ছবি পাঠান। এই দুই মডেল জুহু বা গোরগাঁওয়ের কোনো হোটেলে যেতে পারবেন বলেও জানান। তারপর আমি দুজন ডামি কাস্টমার পাঠাই। আরতি দুই নারীকে নিয়ে হাজির হন এবং তাদের হাতে কনডম তুলে দেন। আর এই পুরো ঘটনা স্পাই ক্যামেরায় দৃশ্যধারণ করা হয়েছে।
এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পরে দিনদোশি থানায় যোগাযোগ করে এবং আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাদের প্রত্যেককে ১৫ হাজার রুপি করে দেওয়ার কথা ছিল।
ক্যারিয়ারের শুরুতে ছোট ছোট চরিত্রে অভিনয় ও মডেলিং করতেন আরতি। এরপর বেশ কিছুটা পুঁজি সঞ্চয় করে নতুন কিছু শুরুর পরিকল্পনা করেন। আর সেই চিন্তাভাবনা থেকেই খুলে ফেলেন ‘প্ল্যান্টাস্টিক ফিল্মস’ নামের এক কাস্টিং সংস্থা।
এরপর মডেলিং ও টুকটাক অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সিরিয়াল ও ছোট বাজেটের ছবির জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের কাজও শুরু করেন আরতি। কিন্তু অভিযোগ উঠেছিল বলিউডে সুযোগ দেওয়ার নাম করে মেয়েদের দেহব্যবসার ফাঁদে ফেলেন আরতি।
ভারতীয় পুলিশ আধিকারিক মনোজ সুতার গোপন সূত্র মারফত দেহব্যবসার চক্রের খোঁজ পান। এরপর একটি দল গঠন করে তদন্ত শুরু করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সেই তদন্তেই এই চক্রের মাথা হিসাবে আরতির নাম উঠে আসে।
এরপর আরতিকে গ্রেফতারের ফাঁদ পাতেন মনোজ। আরতিকে ফোন করে জানান, তার দুই বন্ধুর জন্য দু’জন এসকর্ট লাগবে। এ কথা শুনে দুই মডেল এসকর্ট জোগাড় করে দেওয়ার বদলে ৬০ হাজার টাকা দাবি করেন আরতি। এ-ও দাবি করেন, কেবল জুহু বা গোরেগাঁওয়ের কোনও হোটেল ভাড়া করলে তবেই মিলবে পরিষেবা। এরপর ওই তরুণীদের নিয়ে এলেই আরতিকে আটক করে পুলিশ।
এ প্রসঙ্গে দিন্দোশি থানার এক পুলিশ অফিসার বলেন, মডেল-অভিনেত্রীদের দেহব্যবসা করিয়ে অর্থ উপার্জনের জন্য অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ‘আপনাপন’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। এ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজশ্রী ঠাকুর। ‘পরশুরাম’ সিরিয়ালেও কাজ করেছেন আরতি। কয়েক দিন আগে আর মাধবনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা জানান অভিযুক্ত আরতি মিত্তল।