নিজস্ব প্রতিবেদক :
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীবলেন, দেশ যেভাবে চলছে এখান থেকে পরিত্রাণ পেতে হবে। এই পরিত্রাণের জন্য এবার একেবারে জীবন-মরণ শপথ নিয়ে নামতে হবে। তাছাড়া কেউ বাঁচতে পারবে না। এমন কেউ এখানে নেই, যার নামে মিথ্যা বানোয়াট মামলা নেই।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আসলে যাদের কোনো গণভিত্তি থাকে না, তারা একটি সেলফি তুললেই সন্তুষ্ট হন।
তিনি বলেন, ‘এই দুঃসময় এবং দুর্যোগের মধ্যে যারা কথা বলছেন এরাই তো বিপ্লবী, এরাই তো আদর্শবাদী, এরাই তো ন্যায়ের পক্ষে। তাদের মতো দুঃসাহসী, তাদের মতো আদর্শবাদী কি কেউ হতে পারে?
তিনি আরো বলেন, আজকে একটি বিভাজন রেখা তৈরি হয়েছে। একদিকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আদর্শের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আরেক দিকে ব্যাংক লুটেরা, জনগণের টাকা লুটেরা, জনগণের বিদ্যুৎ লুটেরা, গণতন্ত্র হরণকারীরা একদিকে। এই বিভাজন রেখা তৈরি করেছেন শেখ হাসিনা।
নিজস্ব প্রতিবেদক 






















