Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে সবধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ১৮৮ জন দেখেছেন

দেশে সবধরনের জ্বালানি তেলের দাম কমেছে। ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রলের দর লিটারে ৫ টাকা কমানো হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এর আগে সন্ধ্যায় সবধরনের জ্বালানি তেলের মূল্য হ্রাসের ঘোষণা দেয়া হয়। সেসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তেল আমদানিতে শুল্কে ছাড় দেয়া হয়েছে। তাই জ্বালানি পণ্যগুলোর দাম সমন্বয় করা হলো।

ফলে এখন ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১০৯ টাকা, কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা পড়বে। রাত ১টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

গত ৫ আগস্ট রাতে হঠাৎ সবধরনের জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণ করে সরকার। প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে লিটারপ্রতি ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ৮৬ টাকা ছিল। এতে এক লাফে ডিজেলের ৩৪ টাকা, কেরোসিন ১৪ টাকা, অকটেনে ৪৬ এবং পেট্রলের ৪৪ টাকা মূল্যবৃদ্ধি পায়।

তাতে পরিবহন, কৃষি ও শিল্পসহ সব সেক্টরে খরচ বাড়ে। জনজীবনে যার নেতিবাচক প্রভাব পড়ে। পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।

গত ৬ই আগস্ট ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা, পেট্রোল লিটারে ৪৪ টাকা ও অকটেন ৪৬ টাকা করে বাড়ানো হয়েছিলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রিজ থাকলেও নেই রাস্তা, ভোগান্তি চরমে

দেশে সবধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশের সময় : ১০:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

দেশে সবধরনের জ্বালানি তেলের দাম কমেছে। ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রলের দর লিটারে ৫ টাকা কমানো হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এর আগে সন্ধ্যায় সবধরনের জ্বালানি তেলের মূল্য হ্রাসের ঘোষণা দেয়া হয়। সেসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তেল আমদানিতে শুল্কে ছাড় দেয়া হয়েছে। তাই জ্বালানি পণ্যগুলোর দাম সমন্বয় করা হলো।

ফলে এখন ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১০৯ টাকা, কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা পড়বে। রাত ১টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

গত ৫ আগস্ট রাতে হঠাৎ সবধরনের জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণ করে সরকার। প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে লিটারপ্রতি ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ৮৬ টাকা ছিল। এতে এক লাফে ডিজেলের ৩৪ টাকা, কেরোসিন ১৪ টাকা, অকটেনে ৪৬ এবং পেট্রলের ৪৪ টাকা মূল্যবৃদ্ধি পায়।

তাতে পরিবহন, কৃষি ও শিল্পসহ সব সেক্টরে খরচ বাড়ে। জনজীবনে যার নেতিবাচক প্রভাব পড়ে। পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।

গত ৬ই আগস্ট ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা, পেট্রোল লিটারে ৪৪ টাকা ও অকটেন ৪৬ টাকা করে বাড়ানো হয়েছিলো।