সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। পাঁচ বছর পরপর নির্বাচন না হলে সরকারের বৈধতা থাকনে। নির্বাচন হবে এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে (৪র্থ তলা) একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সবার কথা শুনবো। কিন্তু কাজ করবো সংবিধান অনুযায়ী। সরকার নির্বাচন আয়োজন করে না। নির্বাচন কমিশনার নির্বাচনের আয়োজন করে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন কীভাবে হবে সেটা সংসদে আইন পাস করা আছে। দেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে। সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।
লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের থেকে এখন বিদ্যুতের ঘাটতি কিছুটা কমে এসেছে। আগামী তিন থেকে চার মাসের ভেতরে দেশে যে বিদ্যুৎ ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে।
এদিকে ১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে চতুর্থ তলা একাডেমিক ভবন নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদফতর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 
























