নিজস্ব প্রতিবেদক :
৪২ ডলার বেড়ে বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৫৯৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিম্ম আয়ের দেশ হল আফগানিস্তান। আফগানিস্তানে মাথাপিছু আয় ৪১৩ মার্কিন ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইয়েমেন। ইয়েমেনের মাথাপিছু আয় ৪৩৩ মার্কিন ডলার। তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম।
বাংলাদেশের প্রতিবেশী ভারত এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় বাংলাদেশের চেয়ে দুইধাপ পিছিয়ে ১৪তম স্থানে রয়েছে। ভারতের মাথাপিছু আয় ২৬৯৬ মার্কিন ডলার। তালিকায় পাকিস্তানের অবস্থান ৮ম। পাকিস্তানের মাথাপিছু আয় ১৪৮৪ মার্কিন ডলার।
তালিকায় সার্কভুক্ত বাকি দেশসমূহের আয় নেপাল ১৪৪৭ মার্কিন ডলার, ভুটান ৩৮৩৯ মার্কিন ডলার এবং শ্রীলঙ্কা ৪৫১৫ মার্কিন ডলার।
তালিকায় এশিয়ার সবচেয়ে ২০টি দরিদ্র দেশের মধ্যে জর্ডান মাথাপিছু আয়ে শীর্ষে অবস্থান করছে।