Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফেরার দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার হবেন রাখি!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

নতুন বছরের আড়াই মাস পার। তবে রাখি সাওয়ান্তের দাম্পত্যকলহ শেষ হতে হতেও শেষ হচ্ছে না। গত বছর প্রথম থেকে ক্রমাগত শিরোনামে থেকেছেন টেলিভিশনের অন্যতম বিতর্কিত এই তারকা। গত বছর মে মাসে চুপিসারে আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। সেই খবর প্রকাশ্যে আসার মাস কয়েক পরেই বিবাহবিচ্ছেদের ঘোষণা। সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাঁদের দাম্পত্যকলহ।

রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। জেল খেটে বেরিয়ে নতুন জীবন শুরু করেছেন আদিল। চলতি মাসে ‘বিগ বস্ ১২’- এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন তিনি। তার পরেও রাখির সঙ্গে বিবাদ মিটছে না তাঁর। রাখির নামে একগুচ্ছ অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন তিনি। পাশপাশি আদিল জানান, এই মুহূর্তে গ্রেফতারির ভয়ে নাকি দেশছাড়া রাখি। রয়েছেন দুবাইতে। দেশে ফিরলে দু’ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হবে তাঁকে।

বিয়ের পর স্ত্রী সোমিকে নিয়ে মুম্বই ফিরতেই রাখিকে নিয়ে মুখ খুললেন আদিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একগুচ্ছ কেস করেছি রাখির উপর। যেগুলোয় জামিন পাচ্ছে না রাখি। সেই কারণে গত মাস চারেক ধরে ভারতে ছেড়ে দুবাইয়ে গিয়ে উঠেছে। যে দিন দেশে ফিরবে, সে দিনই দু’ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে ওকে।

মাস কয়েক আগেই জানা যায়, ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস করার অভিযোগ তুলে রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর প্রাক্তন স্বামী আদিল। খবর, আদিলের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হতে পারে— এই আশঙ্কা থেকে নাকি আগেভাগেই আদালতের দ্বারস্থও হয়েছেন টেলি তারকা।‘বিগ বস্’ খ্যাত তারকার বিরুদ্ধে গোপন ভিডিয়ো ফাঁসের অভিযোগ তুলে অম্বোলী থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল। সেই মামলাতেই আদালতের কাছে অন্তর্র্বতী সুরক্ষা চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। খবর, সেই আর্জিমাফিক রাখিকে অন্তর্র্বতীকালীন সুরক্ষা দিতে রাজি হয়েছে আদালত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

দেশে ফেরার দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার হবেন রাখি!

প্রকাশের সময় : ০৮:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

নতুন বছরের আড়াই মাস পার। তবে রাখি সাওয়ান্তের দাম্পত্যকলহ শেষ হতে হতেও শেষ হচ্ছে না। গত বছর প্রথম থেকে ক্রমাগত শিরোনামে থেকেছেন টেলিভিশনের অন্যতম বিতর্কিত এই তারকা। গত বছর মে মাসে চুপিসারে আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। সেই খবর প্রকাশ্যে আসার মাস কয়েক পরেই বিবাহবিচ্ছেদের ঘোষণা। সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে বরাবর আলোচনার কেন্দ্রে তাঁদের দাম্পত্যকলহ।

রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। জেল খেটে বেরিয়ে নতুন জীবন শুরু করেছেন আদিল। চলতি মাসে ‘বিগ বস্ ১২’- এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন তিনি। তার পরেও রাখির সঙ্গে বিবাদ মিটছে না তাঁর। রাখির নামে একগুচ্ছ অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন তিনি। পাশপাশি আদিল জানান, এই মুহূর্তে গ্রেফতারির ভয়ে নাকি দেশছাড়া রাখি। রয়েছেন দুবাইতে। দেশে ফিরলে দু’ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হবে তাঁকে।

বিয়ের পর স্ত্রী সোমিকে নিয়ে মুম্বই ফিরতেই রাখিকে নিয়ে মুখ খুললেন আদিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একগুচ্ছ কেস করেছি রাখির উপর। যেগুলোয় জামিন পাচ্ছে না রাখি। সেই কারণে গত মাস চারেক ধরে ভারতে ছেড়ে দুবাইয়ে গিয়ে উঠেছে। যে দিন দেশে ফিরবে, সে দিনই দু’ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে ওকে।

মাস কয়েক আগেই জানা যায়, ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস করার অভিযোগ তুলে রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর প্রাক্তন স্বামী আদিল। খবর, আদিলের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হতে পারে— এই আশঙ্কা থেকে নাকি আগেভাগেই আদালতের দ্বারস্থও হয়েছেন টেলি তারকা।‘বিগ বস্’ খ্যাত তারকার বিরুদ্ধে গোপন ভিডিয়ো ফাঁসের অভিযোগ তুলে অম্বোলী থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল। সেই মামলাতেই আদালতের কাছে অন্তর্র্বতী সুরক্ষা চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। খবর, সেই আর্জিমাফিক রাখিকে অন্তর্র্বতীকালীন সুরক্ষা দিতে রাজি হয়েছে আদালত।