নিজস্ব প্রতিবেদক :
থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানে ঢাকায় ফেরেন তিনি।
এদিন সন্ধ্যায় এ তথ্য জানান রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান।
তিনি জানান, এ সময় বিরোধীদলীয় নেতার পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ তার সফরসঙ্গী ছিলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে রওশন এরশাদকে স্বাগত জানান বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ্সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে, গত ১০ জুলাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যান রওশন এরশাদ।