Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে তিনি ঢাকায় পৌঁছান। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের।

এর আগে ২০২৩ সালের ৯ আগস্ট মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে দেশে ফেরেন ১১ আগস্ট।

২০১৯ সালের মার্চ মাসের প্রথম দিকে হঠাৎ অসুস্থ হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গুরুতর অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। পরে তাকে করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে ভর্তি করা হয়। এনজিওগ্রাম করে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়।

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০৯:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে তিনি ঢাকায় পৌঁছান। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের।

এর আগে ২০২৩ সালের ৯ আগস্ট মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে দেশে ফেরেন ১১ আগস্ট।

২০১৯ সালের মার্চ মাসের প্রথম দিকে হঠাৎ অসুস্থ হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গুরুতর অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। পরে তাকে করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে ভর্তি করা হয়। এনজিওগ্রাম করে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়।