সিলেট প্রতিনিধি :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশের মানুষ ভোট দিতে কখনও ভুল করে না। সরকার চায় একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে শুধু সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণের দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৪ এপ্রিল) সিলেট জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে পহেলা বৈশাখের শোভাযাত্রা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ অনেক সেয়ানা তাই আওয়ামী লীগের কোনো ভয় নেই। জনগণ সব বোঝে, তারা ভুল করে না। গত ১৪ বছরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য ও উন্নয়ন হয়েছে সে জন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন বছর হবে সম্প্রীতি ও সহিষ্ণুতার। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ড. আব্দুল মোমেন বলেন, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণ গোষ্ঠীর সংমিশ্রণে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক।
তিনি বলেন, ধর্ম-বর্ণ গোষ্ঠীর সংমিশ্রণে দেশটা হবে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক অর্থনীতির উন্নত বাংলাদেশ। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে সরকার। আগে বিএনপির সময়ে ভুয়া ভোটার ছিল ১ কোটি ২৩ লাখ। এই ভুয়া ভোট যাতে না হয় জন্য এখন ফটো আইডি বায়োমেট্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে অভিযোগ হতো ব্যালট বাক্স ভরে দেওয়ার, এজন্য এখন স্বচ্ছ ব্যালট বাক্স আনা হয়েছে।
এসময় মহানগর পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, জেলা পুলিশ সুপার মোহম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলের রেঞ্জের পুলিশ সুপার জেদান আল মুসা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট প্রতিনিধি 





















