Dhaka বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য-প্রাণিসম্পদ জরুরি : ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক : 

দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার (২ মে) রাজারবাগে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার সময়ে তিনি এই মন্তব্য করেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি। মানুষের পুষ্টি ও জীবিকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্যদের নারীর ক্ষমতায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পণ্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মৎস্য এবং প্রাণিসম্পদে নারীদের অবদান বেশি হলেও কোনও স্বীকৃতি নেই।

পুনাকের কার্যক্রম পুলিশের প্রতি মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনে ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে ফরিদা আখতার বলেন, আগে মিছিল-মিটিং করার সময় মহিলা পুলিশ থাকলে আশ্বস্ত হতাম যে, পুলিশ আমাদের গায়ে হাত দেবে না।

‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করে ফরিদা আখতার বলেন, আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।

পুনাকের ইতিবাচক কাজ নিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পুলিশেরা পুলিশের কাজ করে। এর বাইরে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে পুনাক যে কাজ করছে, সেটার মূল জিনিস নারীরা করছেন। আপনারা যে কাজ করছেন, প্রতিষ্ঠিত বড় বড় নারী সংগঠনও এসব করতে পারেনি। আমার কাছে মনে হয়, আপনাদের অনেক অসাধারণ গুণ আছে। পুলিশের সম্পর্কে মানুষের যে ধারণাই থাকুক, পুনাকের কাজ দেখলে সেটা চেঞ্জ (পরিবর্তন) হয়ে যাবে।

তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে যা খান কিংবা রাতে ঘুমানোর সময় যা খান, সেখানে আমার মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের বুঝতে হবে, মাছ-মাংস, দুধ-ডিম প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।’

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম। এ ছাড়া পুনাকের কার্যনির্বাহী সদস্যরা এবং বিভিন্ন জেলা থেকে আগত পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তেলাওয়াত, সংগীত, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার দেন। পরে পুনাকের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : ইসি সানাউল্লাহ

দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য-প্রাণিসম্পদ জরুরি : ফরিদা আখতার

প্রকাশের সময় : ০৮:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার (২ মে) রাজারবাগে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার সময়ে তিনি এই মন্তব্য করেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি। মানুষের পুষ্টি ও জীবিকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্যদের নারীর ক্ষমতায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পণ্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মৎস্য এবং প্রাণিসম্পদে নারীদের অবদান বেশি হলেও কোনও স্বীকৃতি নেই।

পুনাকের কার্যক্রম পুলিশের প্রতি মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তনে ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে ফরিদা আখতার বলেন, আগে মিছিল-মিটিং করার সময় মহিলা পুলিশ থাকলে আশ্বস্ত হতাম যে, পুলিশ আমাদের গায়ে হাত দেবে না।

‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করে ফরিদা আখতার বলেন, আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।

পুনাকের ইতিবাচক কাজ নিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পুলিশেরা পুলিশের কাজ করে। এর বাইরে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে পুনাক যে কাজ করছে, সেটার মূল জিনিস নারীরা করছেন। আপনারা যে কাজ করছেন, প্রতিষ্ঠিত বড় বড় নারী সংগঠনও এসব করতে পারেনি। আমার কাছে মনে হয়, আপনাদের অনেক অসাধারণ গুণ আছে। পুলিশের সম্পর্কে মানুষের যে ধারণাই থাকুক, পুনাকের কাজ দেখলে সেটা চেঞ্জ (পরিবর্তন) হয়ে যাবে।

তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে যা খান কিংবা রাতে ঘুমানোর সময় যা খান, সেখানে আমার মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের বুঝতে হবে, মাছ-মাংস, দুধ-ডিম প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।’

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম। এ ছাড়া পুনাকের কার্যনির্বাহী সদস্যরা এবং বিভিন্ন জেলা থেকে আগত পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তেলাওয়াত, সংগীত, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার দেন। পরে পুনাকের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।