Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

দেশের প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো চিহ্নিত করে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো চিহ্নিত করে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তবে পাঁচ বছরের মধ্যে প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।

রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ ব্যয় হলেও এর আশানুরূপ মান উন্নয়ন হচ্ছে না, এটা অবনতির দিকে। স্কুলগুলোতে শিক্ষক ও জনবল সংকটসহ নানা কারণে এ সংকট।

তিনি বলেন, আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে শুধু মুখে বলি কিন্তু মানি না এবং এর বাস্তব প্রয়োগও নেই। শিক্ষার উন্নয়নে যারা স্থায়ীভাবে কাজ করেন, এটার দায় তাদের। আমরা অস্থায়ীভাবে এসেছি, কদিন কাজ করে আবার চলে যাবো। কাজটা তাদেরকেই করতে হবে।

নতুন বছরের বই নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন , ইতোমধ্যেই বইগুলো ছাপা হয়ে গোদামে পৌঁছানো শুরু হয়েছে। তাই নির্বাচনের আগে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক একেএম মো শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ আরও অনেকে।

পরবর্তী অনুষ্ঠানে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

দেশের প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো চিহ্নিত করে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে 

প্রকাশের সময় : ০১:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো চিহ্নিত করে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তবে পাঁচ বছরের মধ্যে প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।

রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ ব্যয় হলেও এর আশানুরূপ মান উন্নয়ন হচ্ছে না, এটা অবনতির দিকে। স্কুলগুলোতে শিক্ষক ও জনবল সংকটসহ নানা কারণে এ সংকট।

তিনি বলেন, আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে শুধু মুখে বলি কিন্তু মানি না এবং এর বাস্তব প্রয়োগও নেই। শিক্ষার উন্নয়নে যারা স্থায়ীভাবে কাজ করেন, এটার দায় তাদের। আমরা অস্থায়ীভাবে এসেছি, কদিন কাজ করে আবার চলে যাবো। কাজটা তাদেরকেই করতে হবে।

নতুন বছরের বই নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন , ইতোমধ্যেই বইগুলো ছাপা হয়ে গোদামে পৌঁছানো শুরু হয়েছে। তাই নির্বাচনের আগে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক একেএম মো শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ আরও অনেকে।

পরবর্তী অনুষ্ঠানে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।