পাবনা জেলা প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশের গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে পাবনা ট্রাক ও বাস টার্মিনাল মাঠে জেলা শ্রমিক দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে শ্রমিকদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে হয় না। বিএনপি শ্রমিকবান্ধব রাজনৈতিক দল এবং সব সময় শ্রমিকদের মূল্যায়ন করে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন জাতির জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে এবং দেড় দশক জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। মেধাবীরা যে দলেরই হোক তাদের যথাযথ ক্ষেত্রে কাজে লাগিয়ে দেশকে উন্নতির শিখরে নেওয়া হবে।
কর্মীসভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেল শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিবসহ উপজেলা ও পৌর বিএনপির নেতা নজরুল ইসলাম, ভাষা প্রামাণিক, ছবি মন্ডল, আব্দুল মান্নান, টিটু, মাসুদ, সেলিম, মুন্তাজ আলী, আল আমিন, কামরুল হাসান, আনিসুর রহমান, সুলতান হোসেন, শাহিনা আক্তার ও শামিমা সাথী।