নিজস্ব প্রতিবেদক :
আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশি-বিদেশি চাপে কিছু আসে যায় না।
রোববার (৮ অক্টোবর) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশি বা বিদেশি চাপে কিছু আসে যায় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের এ নিয়ে মাথাব্যথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। নির্বাচন কীভাবে হবে আমাদের সংবিধানে রয়েছে। আমরা যাই করি সংবিধানসম্মতভাবে করব। দেশ থেকে বিদেশ থেকে কে কোন চাপ দিলো, এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা যাই করি সংবিধান অনুযায়ী করবো। দেশ থেকে বিদেশ থেকে কে চাপ দিলো তা নিয়ে মাথাব্যথা নেই।
তিনি বলেন, আমরা আমাদের সংবিধান ছাড়া কারো সিদ্ধান্ত মেনে নেবো না। শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির টার্গেট এখন মিথ্যাচার করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। বিএনপি এক দফা দাবি করেছে শেখ হাসিনার পদত্যাগ। এখন আবার বিএনপির নেতারা অনেকে বলেন শেখ হাসিনাকে সরানোর জন্য নয়, নির্বাচনের প্লেয়িং ফিল্ড তৈরি করতে আন্দোলন করছে। আসলে বিএনপি একটি মিথ্যাচারের দল।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনাকে সরানোর জন্য নয়, এটা তো তাদের (বিএনপি) স্বভাবসুলভের মিথ্যাচারের বহিঃপ্রকাশ। তাদের টার্গেট হচ্ছে ইলেকশন উইথআউট শেখ হাসিনা। তাদের টার্গেট হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ করা। তাদের একদফার মূল কথা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ নয়, এটা তাদের মিথ্যাচারের অংশ হিসেবেই বলে মনে করি।