নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এর বিরুদ্ধে লড়াই করে জেতার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
রোববার (৩০ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, এমন ষড়যন্ত্র হচ্ছে যেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। দেশটাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব এবং জিতব। কারণ, সত্যের সঙ্গে মিথ্যা জিতবে না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না। আমাদের ওপর হামলা করা হয়েছিল আমরা কিছু করিনি। এমন কিছু করবেন না যেন আমাদের ওপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে, বাড়িঘর ও যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না। আমরা এমন কিছু করতে চাই, যেন মৃত্যুর পরও মানুষ আমাদের জন্য দোয়া করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি এ দেশের নতুন প্রজন্ম অনেক বেশি স্মার্ট। আমাদের নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বিদ্যোৎসাহী সদস্য মো. জালাল উদ্দীন আহমেদ, দাতা সদস্য আব্দুল মতিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।