Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : 

দেড় ঘণ্টা বন্ধ থাকার পরে চালু হয়েছে মেট্রোরেল। প্রথমে কারণ না বললে এখন কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ ছিল মেট্রোরেল।

শনিবার (২৫ মে) রাত ৮টা ২০ মিনিটের দিকে রেল চলাচল শুরু হয়। এর আগে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমাদের অপারেশন কন্ট্রোল সেন্টারে যে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ যায়, কোনও টেকনিকাল কারণে সেটির লাইন বন্ধ হয়ে গিয়েছিল। ওখান থেকে আমাদের স্টেশনগুলোতে কোনও সিগন্যাল পাঠাতে পারছিলাম না। তাই যাত্রীদের নিরাপত্তার জন্য চলাচল বন্ধ রাখা হয়। সেটা পরে রিইনস্টল করা হয়েছে। মেট্রোরেল চলাচল এখন স্বাভাবিক।

তিনি আরও বলেন, সিগন্যালের কারণে যদি কন্ট্রোল করা না যায় তাহলে কোনও এক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এর আগে কী কারণে ঘটেছে জানতে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও ম্যাসেজ করলেও তারা কোন সাড়া দেননি।

সন্ধ্যা ৭টার পর থেকে হঠাৎ করেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেলে মেট্রোর বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ওই সময় মুহূর্তে লাইনে ১০টি ট্রেন আটকে যায়।

ওই সময় কারওয়ান বাজার স্টেশনে মেট্রোরেলের একজন কর্মীকে হ্যান্ডমাইকে বলতে শোনা যায়, ট্রেন চলাচল বন্ধ আছে এবং এজন্য যারা টিকিট কেটেছেন তাদের টিকিট রিফান্ড করা হবে।

সমস্যা সমাধানে কাজ করছেন বলে সেসময় বাংলানিউজকে জানান ডিএমটিসিএলের পরিচালক(অপারেশন) নাসির উদ্দীন।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো মেট্রোরেল

প্রকাশের সময় : ১০:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

দেড় ঘণ্টা বন্ধ থাকার পরে চালু হয়েছে মেট্রোরেল। প্রথমে কারণ না বললে এখন কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ ছিল মেট্রোরেল।

শনিবার (২৫ মে) রাত ৮টা ২০ মিনিটের দিকে রেল চলাচল শুরু হয়। এর আগে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমাদের অপারেশন কন্ট্রোল সেন্টারে যে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ যায়, কোনও টেকনিকাল কারণে সেটির লাইন বন্ধ হয়ে গিয়েছিল। ওখান থেকে আমাদের স্টেশনগুলোতে কোনও সিগন্যাল পাঠাতে পারছিলাম না। তাই যাত্রীদের নিরাপত্তার জন্য চলাচল বন্ধ রাখা হয়। সেটা পরে রিইনস্টল করা হয়েছে। মেট্রোরেল চলাচল এখন স্বাভাবিক।

তিনি আরও বলেন, সিগন্যালের কারণে যদি কন্ট্রোল করা না যায় তাহলে কোনও এক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এর আগে কী কারণে ঘটেছে জানতে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও ম্যাসেজ করলেও তারা কোন সাড়া দেননি।

সন্ধ্যা ৭টার পর থেকে হঠাৎ করেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেলে মেট্রোর বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ওই সময় মুহূর্তে লাইনে ১০টি ট্রেন আটকে যায়।

ওই সময় কারওয়ান বাজার স্টেশনে মেট্রোরেলের একজন কর্মীকে হ্যান্ডমাইকে বলতে শোনা যায়, ট্রেন চলাচল বন্ধ আছে এবং এজন্য যারা টিকিট কেটেছেন তাদের টিকিট রিফান্ড করা হবে।

সমস্যা সমাধানে কাজ করছেন বলে সেসময় বাংলানিউজকে জানান ডিএমটিসিএলের পরিচালক(অপারেশন) নাসির উদ্দীন।