Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির কোনও অভিযোগ সুনির্দিষ্ট হলে আপনারা দুদকে অভিযোগ করবেন : দুদক কমিশনার

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, দুর্নীতির কোনও অভিযোগ সুনির্দিষ্ট হলে আপনারা দুদকে অভিযোগ করবেন। সেই সঙ্গে যথাযথতথ্য দিতে হবে। যদি কোনও ব্যক্তির অবৈধ সম্পদ থাকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করুন, আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এ ছাড়া মানুষ হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যারা দুর্নীতি করি, তারা বেশি বেশি কথা বলি, বিভিন্নজনকে উপদেশ দিই। এজন্য আমাদের কথা কেউ শোনে না। আবার দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও ঘুষখোরদেরকেই আমরা বেশি সম্মান করি। এতে তারা দুর্নীতি-অনিয়মে আরও উৎসাহ পায়। বিশ্বের অন্য কোথাও এমনটি নেই। জনগণকে এদেশের মালিকানা দেওয়া হয়েছে। তাই আপনারা যারা সাধারণ জনগণ, তারা দুর্নীতিবাজকে সরাসরি দুর্নীতিবাজ বলতে শিখুন।

হাসপাতাল নিয়ে নানা সমস্যার কথা উল্লেখ করে দুদক কমিশনার বলেন, হাসপাতাল নিয়ে কমন সমস্যা সারা দেশে। সরকারি হাসপাতালকে ব্যবসায়িক কারণে প্রাইভেট সংস্থা বানিয়ে ফেলেছে। এই হাসপাতাল যেন সেবা সংস্থা হয়, প্রাইভেট সংস্থা না হয়। চিকিৎসকরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করার পর প্রাইভেটে যেতে পারে। তারপরও তাদের কেন অভাব পড়ে? এ বিষয়ে আপনারা সবাই তৎপর হবেন, তাহলে মানুষ সেবা পাবে।

দুদক কমিশনার আরও বলেন, নারায়ণগঞ্জ ধনী এলাকা, এখানে প্রভাবশালীর সংখ্যা বেশি। আর প্রভাবশালীরাই বেশি দুর্নীতি করে। এখানে যারা অভিযোগ দিবেন তাদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয়। আপনাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দুদকের। প্রতিটি অভিযোগের বিষয়ে দুদকের জেলা কার্যালয় যেন অত্যন্ত কঠোর থাকে।

অন্যায্য অভিযোগ গ্রহণ করা হবে না জানিয়ে দুদক কমিশনার বলেন, অনেকেই এসে অভিযোগ করেন, আমার জমি অধিগ্রহণ করা হলেও সরকার আমাকে টাকা দিচ্ছে না। পরে খতিয়ে দেখা যায়, তার জমির খাজনা, খতিয়ান, নামজারি কিছুই ঠিক নেই। তাহলে অফিসার তাকে কীভাবে টাকা দিবেন! কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে অভিযোগ দায়ের করবেন না। কেউ অন্যায্য অভিযোগ দিলে দুদক সেটি গ্রহণ করবে না। দুদককে অনেকেই অনেক শক্তিশালী মনে করেন। কিন্তু আইনের নির্ধারিত গণ্ডির বাইরে দুদক যেতে পারবে না।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

দুর্নীতির কোনও অভিযোগ সুনির্দিষ্ট হলে আপনারা দুদকে অভিযোগ করবেন : দুদক কমিশনার

প্রকাশের সময় : ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, দুর্নীতির কোনও অভিযোগ সুনির্দিষ্ট হলে আপনারা দুদকে অভিযোগ করবেন। সেই সঙ্গে যথাযথতথ্য দিতে হবে। যদি কোনও ব্যক্তির অবৈধ সম্পদ থাকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করুন, আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এ ছাড়া মানুষ হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যারা দুর্নীতি করি, তারা বেশি বেশি কথা বলি, বিভিন্নজনকে উপদেশ দিই। এজন্য আমাদের কথা কেউ শোনে না। আবার দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও ঘুষখোরদেরকেই আমরা বেশি সম্মান করি। এতে তারা দুর্নীতি-অনিয়মে আরও উৎসাহ পায়। বিশ্বের অন্য কোথাও এমনটি নেই। জনগণকে এদেশের মালিকানা দেওয়া হয়েছে। তাই আপনারা যারা সাধারণ জনগণ, তারা দুর্নীতিবাজকে সরাসরি দুর্নীতিবাজ বলতে শিখুন।

হাসপাতাল নিয়ে নানা সমস্যার কথা উল্লেখ করে দুদক কমিশনার বলেন, হাসপাতাল নিয়ে কমন সমস্যা সারা দেশে। সরকারি হাসপাতালকে ব্যবসায়িক কারণে প্রাইভেট সংস্থা বানিয়ে ফেলেছে। এই হাসপাতাল যেন সেবা সংস্থা হয়, প্রাইভেট সংস্থা না হয়। চিকিৎসকরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করার পর প্রাইভেটে যেতে পারে। তারপরও তাদের কেন অভাব পড়ে? এ বিষয়ে আপনারা সবাই তৎপর হবেন, তাহলে মানুষ সেবা পাবে।

দুদক কমিশনার আরও বলেন, নারায়ণগঞ্জ ধনী এলাকা, এখানে প্রভাবশালীর সংখ্যা বেশি। আর প্রভাবশালীরাই বেশি দুর্নীতি করে। এখানে যারা অভিযোগ দিবেন তাদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয়। আপনাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দুদকের। প্রতিটি অভিযোগের বিষয়ে দুদকের জেলা কার্যালয় যেন অত্যন্ত কঠোর থাকে।

অন্যায্য অভিযোগ গ্রহণ করা হবে না জানিয়ে দুদক কমিশনার বলেন, অনেকেই এসে অভিযোগ করেন, আমার জমি অধিগ্রহণ করা হলেও সরকার আমাকে টাকা দিচ্ছে না। পরে খতিয়ে দেখা যায়, তার জমির খাজনা, খতিয়ান, নামজারি কিছুই ঠিক নেই। তাহলে অফিসার তাকে কীভাবে টাকা দিবেন! কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে অভিযোগ দায়ের করবেন না। কেউ অন্যায্য অভিযোগ দিলে দুদক সেটি গ্রহণ করবে না। দুদককে অনেকেই অনেক শক্তিশালী মনে করেন। কিন্তু আইনের নির্ধারিত গণ্ডির বাইরে দুদক যেতে পারবে না।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।