Dhaka সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস। যদিও সেই টিম বাসে স্কোয়াডের কোনো ক্রিকেটার ছিলেন না। বাসে চট্টগ্রাম দলের টিম বয়রা ছিলেন আর ছিল ক্রিকেটারদের সরঞ্জামাদি। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর আগে বাসে করে ক্রিকেটারদের সরঞ্জাম পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানিয়েছে, সীতাকুণ্ডে একটি লরির সঙ্গে ধাক্কা লেগেছে ফ্র্যাঞ্চাইজিটির বাসের। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। বাসটির সম্মুখভাগের অংশ দুমড়েমুচড়ে গেছে। সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

ক্রিকেট সরঞ্জাম নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল বাসটি। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে চটগ্রামের পথে রওয়ানা দেয় বাসটি। সীতাকুণ্ড এলাকায় গেলে ট্রাকের ধাক্কায় সামনের দরজার অংশ ধুমড়ে-মুচড়ে যায়।

রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেল চারটায় বিমানযোগে চট্টগ্রাম যাবে চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। নিজেদের মাঠে আগামী মঙ্গলবার কুমিল্লাকে মোকাবিলা করবে স্বাগতিকরা।

ঢাকা পর্বের শেষ তিন ম্যাচের দুটিতে হারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঘুরে দাঁড়াতে চায় ঘরের মাঠে ফিরে। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে তারা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চ্যালেঞ্জার্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

প্রকাশের সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস। যদিও সেই টিম বাসে স্কোয়াডের কোনো ক্রিকেটার ছিলেন না। বাসে চট্টগ্রাম দলের টিম বয়রা ছিলেন আর ছিল ক্রিকেটারদের সরঞ্জামাদি। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর আগে বাসে করে ক্রিকেটারদের সরঞ্জাম পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানিয়েছে, সীতাকুণ্ডে একটি লরির সঙ্গে ধাক্কা লেগেছে ফ্র্যাঞ্চাইজিটির বাসের। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। বাসটির সম্মুখভাগের অংশ দুমড়েমুচড়ে গেছে। সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

ক্রিকেট সরঞ্জাম নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল বাসটি। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে চটগ্রামের পথে রওয়ানা দেয় বাসটি। সীতাকুণ্ড এলাকায় গেলে ট্রাকের ধাক্কায় সামনের দরজার অংশ ধুমড়ে-মুচড়ে যায়।

রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেল চারটায় বিমানযোগে চট্টগ্রাম যাবে চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। নিজেদের মাঠে আগামী মঙ্গলবার কুমিল্লাকে মোকাবিলা করবে স্বাগতিকরা।

ঢাকা পর্বের শেষ তিন ম্যাচের দুটিতে হারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঘুরে দাঁড়াতে চায় ঘরের মাঠে ফিরে। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে তারা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চ্যালেঞ্জার্স।