বিনোদন ডেস্ক :
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন।
সোমবার (৫ মে) ভোরে আহমেদাবাদে একটি সড়কে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি।
পবনদীপের আহত হওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় অচেতন শুয়ে রয়েছেন পবনদীপ। এই ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভোর ৩.৪০ মিনিট নাগাদ পবনদীপের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে হাইওয়েতে। তার জেরেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। পবনদীপ উত্তরাখণ্ডের চম্পাওয়াটের বাসিন্দা। নিজের বাড়ি থেকে আহমেদাবাদের এক অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পবনদীপের সঙ্গে ছিলেন তার বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ।
প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় গাড়ি এবং ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালক-সহ দু’জন যাত্রীই গুরুতর ভাবে জখম বলে জানা যায়।
পবনীপ তার দুই পায়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর তাদের এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এক নয়ডার বেসরকারি হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়।
গাজারুলা থানার পুলিশ সংবাদ মাধ্যমকে জানান, তদন্ত চলছে। প্রাথমিক অনুমান, চালক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন বলেই এমন ঘটেছে। চিকিৎসকেরা চেষ্টা করছেন, যাতে তিন আহত ব্যক্তিই ফের স্থিতিশীল অবস্থায় ফিরে আসেন।