Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গা পূজায় সামিল হবেন না বলিাউডের কাজল

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • ২০০ জন দেখেছেন

কাজল

এবার দুর্গা পুজোর উৎসবে এবার সামিল হবেন না বলিউড নায়িকা কাজল ও তার পরিবার। অর্থাৎ দেবগান পরিবার। দুর্গা মা তাদের সঙ্গে রয়েছেন এবং এই সময়ে তার আর্শীবাদ আরও বেশি করে প্রয়োজন বলেও জানান অভিনেত্রী।

ভাই অনিল দেবগানের মৃত্যুতে ভেঙে পড়েন অজয় দেবগান। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই ভাইয়ের মৃত্যুর খবর জানান অজয়। দেবগান পরিবারের দুঃসময়ে এবার বড় সিদ্ধান্ত নিলেন কাজল।

বলিউডের বাঙালি-অভিনেত্রী কাজল জানান, দুর্গা পুজোর উৎসবে এবার সামিল হবেন না তারা অর্থাৎ দেবগান পরিবার। দুর্গা মা তাদের সঙ্গে রয়েছেন এবং এই সময়ে তার আর্শীবাদ আরও বেশি করে প্রয়োজন বলেও জানান অভিনেত্রী।

আরও পড়ুন : তৃতীয়বারের মতো বিয়ে করলেন শমী কায়সার

প্রসঙ্গত প্রেম প্রকাশ দেবগানের ছেলে হলেন অনিল দেবগন। গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অনিল দেবগানের। এরপর ভাই অনিল দেবগানের মৃত্যুর খবর প্রকাশ করেন অজয়।

মাত্র ৪৫-এ চলে যান তিনি। ফলে কোভিড পরিস্থিতিতে ৫ অক্টোবর যেন আরও একদফা দুঃসংবাদ বয়ে নিয়ে আসে দেবগান পরিবারের জন্য। রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বেশ কয়েকটি সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন অনিল দেবগান।

১৯৯৬ সালে জিৎ -এ সহকারি পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন অনিল দেবগান। ২০১২ সালে সান অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দুর্গা পূজায় সামিল হবেন না বলিাউডের কাজল

প্রকাশের সময় : ০৪:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০

এবার দুর্গা পুজোর উৎসবে এবার সামিল হবেন না বলিউড নায়িকা কাজল ও তার পরিবার। অর্থাৎ দেবগান পরিবার। দুর্গা মা তাদের সঙ্গে রয়েছেন এবং এই সময়ে তার আর্শীবাদ আরও বেশি করে প্রয়োজন বলেও জানান অভিনেত্রী।

ভাই অনিল দেবগানের মৃত্যুতে ভেঙে পড়েন অজয় দেবগান। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই ভাইয়ের মৃত্যুর খবর জানান অজয়। দেবগান পরিবারের দুঃসময়ে এবার বড় সিদ্ধান্ত নিলেন কাজল।

বলিউডের বাঙালি-অভিনেত্রী কাজল জানান, দুর্গা পুজোর উৎসবে এবার সামিল হবেন না তারা অর্থাৎ দেবগান পরিবার। দুর্গা মা তাদের সঙ্গে রয়েছেন এবং এই সময়ে তার আর্শীবাদ আরও বেশি করে প্রয়োজন বলেও জানান অভিনেত্রী।

আরও পড়ুন : তৃতীয়বারের মতো বিয়ে করলেন শমী কায়সার

প্রসঙ্গত প্রেম প্রকাশ দেবগানের ছেলে হলেন অনিল দেবগন। গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অনিল দেবগানের। এরপর ভাই অনিল দেবগানের মৃত্যুর খবর প্রকাশ করেন অজয়।

মাত্র ৪৫-এ চলে যান তিনি। ফলে কোভিড পরিস্থিতিতে ৫ অক্টোবর যেন আরও একদফা দুঃসংবাদ বয়ে নিয়ে আসে দেবগান পরিবারের জন্য। রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বেশ কয়েকটি সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন অনিল দেবগান।

১৯৯৬ সালে জিৎ -এ সহকারি পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন অনিল দেবগান। ২০১২ সালে সান অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল।