Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে লটারি পেয়ে কোটিপতি প্রবাসী বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : 

সংযুক্ত আরব আমিরাতে ১০ লাখ দিরহামের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি) একটি লটারি জিতেছেন এক বাংলাদেশি। দুবাইয়ে অনুষ্ঠিত আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র লটারিতে তিনি এ অর্থ জিতেন।

৩ কোটি টাকার লটারি জেতা ওই প্রবাসী বাংলাদেশী হলেন মোহাম্মদ। তার র‌্যাফেল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬। এ সপ্তাহে মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হিসেবে বাংলাদেশের মোহাম্মদ ১০ লাখ দিরহাম পেয়েছেন। বাংলাদেশী অর্থে যা ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৬৬৪ টাকার সমান।

এছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

মাহজুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি কোটিপতি হন। এবার সেই ভাগ্যবান কোটিপতি হিসেবে নাম ওঠে বাংলাদেশী মোহাম্মদের। গত সপ্তাহে এক ভারতীয় এই পুরস্কার জিতেছিলেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের পুরো রমজান জুড়ে অংশগ্রহণকারীরা সোনার বিভিন্ন পুরস্কার জিতে নিতে পারবেন। এছাড়া আগামী সপ্তাহে একজন ভাগ্যবান বিজয়ী ২০০ গ্রাম ওজনের সোনার কয়েন জিততে পারবেন। সূত্র : খালিজ টাইমস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দুবাইয়ে লটারি পেয়ে কোটিপতি প্রবাসী বাংলাদেশি

প্রকাশের সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

সংযুক্ত আরব আমিরাতে ১০ লাখ দিরহামের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি) একটি লটারি জিতেছেন এক বাংলাদেশি। দুবাইয়ে অনুষ্ঠিত আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র লটারিতে তিনি এ অর্থ জিতেন।

৩ কোটি টাকার লটারি জেতা ওই প্রবাসী বাংলাদেশী হলেন মোহাম্মদ। তার র‌্যাফেল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬। এ সপ্তাহে মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হিসেবে বাংলাদেশের মোহাম্মদ ১০ লাখ দিরহাম পেয়েছেন। বাংলাদেশী অর্থে যা ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৬৬৪ টাকার সমান।

এছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

মাহজুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি কোটিপতি হন। এবার সেই ভাগ্যবান কোটিপতি হিসেবে নাম ওঠে বাংলাদেশী মোহাম্মদের। গত সপ্তাহে এক ভারতীয় এই পুরস্কার জিতেছিলেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের পুরো রমজান জুড়ে অংশগ্রহণকারীরা সোনার বিভিন্ন পুরস্কার জিতে নিতে পারবেন। এছাড়া আগামী সপ্তাহে একজন ভাগ্যবান বিজয়ী ২০০ গ্রাম ওজনের সোনার কয়েন জিততে পারবেন। সূত্র : খালিজ টাইমস।