Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

২টার পরিবর্তে বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক :

জাতির উদ্দেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভাষণ এক ঘণ্টা পেছানো হয়েছে। দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় ভাষণ দেবেন সেনাপ্রধান।

সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

যদিও আইএসপিআর থেকে পূর্বে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন এখন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছে। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছে। গতকাল সারাদেশে নজিরবিহীন সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। ১৪ পুলিশসহ নিহত হয়েছে শতাধিক মানুষ। এই অবস্থায় কারফিউ জারি করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না সরকার। উদ্ভুত পরিস্থিতি সেনাবাহিনীর প্রধান ভাষণ দিতে যাচ্ছেন। দেশবাসী তাকিয়ে আছে সে দিকে।

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা-গুলিতে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি হলে সরকারবিরোধী আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার (৩ আগস্ট) তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি দেয়।

এরপর গত রোববার (৪) অসহযোগ আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায় একশ মানুষের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

২টার পরিবর্তে বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

প্রকাশের সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

জাতির উদ্দেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভাষণ এক ঘণ্টা পেছানো হয়েছে। দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় ভাষণ দেবেন সেনাপ্রধান।

সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

যদিও আইএসপিআর থেকে পূর্বে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন এখন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছে। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছে। গতকাল সারাদেশে নজিরবিহীন সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। ১৪ পুলিশসহ নিহত হয়েছে শতাধিক মানুষ। এই অবস্থায় কারফিউ জারি করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না সরকার। উদ্ভুত পরিস্থিতি সেনাবাহিনীর প্রধান ভাষণ দিতে যাচ্ছেন। দেশবাসী তাকিয়ে আছে সে দিকে।

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা-গুলিতে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি হলে সরকারবিরোধী আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার (৩ আগস্ট) তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি দেয়।

এরপর গত রোববার (৪) অসহযোগ আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায় একশ মানুষের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকে।